ইনসাল্লাহ নয়, গাঙ্গুবাঈ-এর চরিত্রের জন্যই নিজেকে তৈরি করলেন আলিয়া

Published : Jan 14, 2020, 06:19 PM ISTUpdated : Jan 14, 2020, 06:20 PM IST
ইনসাল্লাহ নয়, গাঙ্গুবাঈ-এর চরিত্রের জন্যই নিজেকে তৈরি করলেন আলিয়া

সংক্ষিপ্ত

মোশন পোস্টার মুক্তি পেল গাঙ্গুবাঈ-এর বুধবার প্রকাশ্যে আসবে আলিয়ার লুক সঞ্জয়লীলা বনশালির সঙ্গে আবার আলিয়া ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

২০২০-র ইদে মুক্তি পাওয়ার কথা ছিল সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ছবি ইনসাল্লাহ। সেখানেই সলমন খানের বিপরীতে দেখা যেত আলিয়া ভাটকে। ছবির কাজও শুরু হয়ে গিয়েছিল ২০১৯-এর মাঝামাঝি। তৈরি হয়ে গিয়েছিল ছবির সেটও। কিন্তু হঠাৎ-ই বেঁকে বসেন সলমন খান। তিনি স্পষ্টই জানিয়ে দেন যে সেই ছবিতে অভিনয় করতে পারবেন না তিনি।

আরও পড়ুনঃ 'নিজেকে কি ক্যাটরিনা ভাবছ', বসের ঘরে সদস্যর ওপর মেজাজ হারালেন সলমন

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল অস্কারের তালিকা, ১১ টি বিভাগের শীর্ষে 'জোকার'

বিশাল অঙ্কের ক্ষতির মুখ দেখতে হয়েছিল সঞ্জয়লীলা বনশালিকে। সমস্যার মুখে পড়ে বিপুল সমস্যাতেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু কোথাও গিয়ে পিছিয়ে পড়েননি তিনি। আলিয়াকে নিয়ে করেছিলেন একের পর এক মিটিং। কয়েকদিনের মধ্যেই নতুন ছবির খবর শুনিয়েছিলেন সঞ্জয়লীলা বনশালি। ছবির নাম গঙ্গুবাঈ। বুধবারই মুক্তি পাবে সেই ছবির প্রথম লুক।

 

 

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার পাতায় মুক্তি পেল মোশান পোস্টার। সেই ছবির মধ্যে দিয়েই আবারও দর্শকেরা পেতে চলেছেন নয়া লুকে আলিয়া ভাটকে। প্রথম থেকেই এই ছবিকে নিয়ে বেশ কিছুটা রিসার্চ করে নিয়েছিলেন আলিয়া ভাট। গাঙ্গুবাঈ-এর চরিত্রের জন্য নিজেকে আপাদ মস্তক ভিন্ন ছাঁচে গড়ে পিঠে নিচ্ছেন আলিয়া। শিখছেন ভিন্ন ঘরানার ভাষাও। রাত পোহালেই মুক্তি পাবে ছবির নয়া লুক। 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন