উজ্জ্বল লাল রঙের ট্র্যাডিশনাল ভারতীয় পোশাক। গলায় লম্বা গোড়ের মালা। সিঁথি ভর্তি করে সিঁদুরও পরেছেন অভিনেত্রী। আর কপালে লেপা রয়েছে হলুদ রঙের চন্দন। এলো চুলে কিছুটা হলেও অদ্ভূদ লেগেছে নেটিজেনদের কাছে। যা নিয়ে তাঁরা প্রশ্ন করেছেন।
বয়কট ট্রেন্ডের মধ্যেও চুড়ান্তভাবে সফল ব্রহ্মাস্ত্র। আর সেই ছবিরই প্রধান ভিলেন মৌনি রায়। বলিউডের ব্যস্ত সেবেল। বঙ্গ তনয়া ছোট পর্দা থেকেই শুরু করেছিলেন পথচলা। সাফল্যের সিঁড়ি ধাপে ধাপে পার হয়েছেন। এখন তাঁকে বলিউডের ব্যস্ত সেলেব বলা যেতেই পারে। বিয়েও করেছেন তিনি। কিন্তু বাকি স্টারদের মত তাঁকেও কখনই সিঁথি ভর্তি সুঁদুর পরতে দেখা যায় না। কিন্তু ২৯ সেপ্টেম্বর ২০২২ কয়েকটি ছবি পোস্ট করেছেন মৌনি রায়। যেখানে তাঁরে সম্পূর্ণ অন্যরূপে দেখা যাচ্ছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা কী এমন হল অভিনেত্রীর।
উজ্জ্বল লাল রঙের ট্র্যাডিশনাল ভারতীয় পোশাক। গলায় লম্বা গোড়ের মালা। সিঁথি ভর্তি করে সিঁদুরও পরেছেন অভিনেত্রী। আর কপালে লেপা রয়েছে হলুদ রঙের চন্দন। এলো চুলে কিছুটা হলেও অদ্ভূদ লেগেছে নেটিজেনদের কাছে। যা নিয়ে তাঁরা প্রশ্ন করেছেন।
তাহলে আসুন আসল সিক্রেটটা বলেইদি। ছবিগুলি তোলা হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর। সেই দিন ছিল অভিনেত্রীর ৩৭তম জন্মদিন। আর সেদিনই তিনি তাঁর বান্ধবীদের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেই ভিডিও পোস্ট করেছেন মৌনি রায়। আর পাঁচটা বাঙালির এয়ো স্ত্রীর মতই সিঁদুর পরেই মন্দিরে গিয়েছিলেন মৌনি। ভক্তিভরে পুজো দেন অভিনেত্রী। ঘনিষ্টদের কথায় দেবতার আশির্বাদ আর কঠোর পরিশ্রমই তাঁর সাফল্যের চাবি কাঠি। যতদূর সম্ভব মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন মৌনি রায়।