আমাদের ভূমিকা উলটে গিয়েছে! অঞ্জন দত্তকে নিয়ে হঠাৎ আবেগঘন পোস্ট করলেন কেন পরমব্রত

swaralipi dasgupta |  
Published : Jun 23, 2019, 01:02 PM ISTUpdated : Jun 23, 2019, 01:18 PM IST
আমাদের ভূমিকা উলটে গিয়েছে! অঞ্জন দত্তকে নিয়ে হঠাৎ আবেগঘন পোস্ট করলেন কেন পরমব্রত

সংক্ষিপ্ত

কেরিয়ারের প্রথম দিকে অঞ্জন দত্তের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত আজ অঞ্জন দত্তই আবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন  এই নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করলেন পরমব্রত

কেরিয়ারের প্রথম দিকে অঞ্জন দত্তের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত। আজ অঞ্জন দত্তই আবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করলেন পরমব্রত। 

অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে পরমব্রত লেখেন, ২০০০ সালের কোনও এক শীতের দিনে এই ভদ্রলোক আমায় চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় করান। কত ছবিতে একসঙ্গে কাজ করেছি। কোনওটায় ওঁর পরিচালনায়, কোনওটায় ওঁর সহঅভিনেতা হিসেবে। কত আলোচনা, কত ভালোবাসা, কত ঘৃণা কেটে গিয়েছে ১৯ বছরে। সবকিছু যেন একটি বৃত্তে ঘুরছে। তাই আমাদের ভূমিকাও বদলে গিয়েছে। আজ আমার পরিচালিত ছবিতে অভিনেতা অঞ্জন দত্ত। এমন এক জন একজন মানুষকে পরিচালনা করা সম্মানের। এক সময়ে আমি ও আমাদের প্রজন্মের অভিনেতারা ওঁকে দেখে কত অণুপ্রাণিত হয়েছি। এই সম্পর্ক যেন থেকে যায়। অঞ্জনদা তোমায় অনেক ভালোবাসা। 

 

 

প্রসঙ্গত. ২০০৬-তে অঞ্জন দত্তের পরিচালনায় দ্য বং কানেকশন ছবিতে অভিনয় করেছিলেন পরম। এর পরে তাঁর পরিচালনাতেই চলো লেটস গো ছবিতে অভিনয় করেছিলেন পরম। ২০১১ সালে জানি দেখা হবে ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত। ছবিতে পরমব্রত ও পায়েল সরকার অভিনয় করেছিলেন। ২০১৬-য় হেমন্তে অভিনয় করেন পরম। এই ছবিটিও পরিচালনা করেন অঞ্জন দত্ত। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?