আমাদের ভূমিকা উলটে গিয়েছে! অঞ্জন দত্তকে নিয়ে হঠাৎ আবেগঘন পোস্ট করলেন কেন পরমব্রত

  • কেরিয়ারের প্রথম দিকে অঞ্জন দত্তের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত
  • আজ অঞ্জন দত্তই আবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন
  •  এই নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করলেন পরমব্রত
swaralipi dasgupta | Published : Jun 23, 2019 7:32 AM IST / Updated: Jun 23 2019, 01:18 PM IST

কেরিয়ারের প্রথম দিকে অঞ্জন দত্তের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত। আজ অঞ্জন দত্তই আবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করলেন পরমব্রত। 

অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে পরমব্রত লেখেন, ২০০০ সালের কোনও এক শীতের দিনে এই ভদ্রলোক আমায় চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় করান। কত ছবিতে একসঙ্গে কাজ করেছি। কোনওটায় ওঁর পরিচালনায়, কোনওটায় ওঁর সহঅভিনেতা হিসেবে। কত আলোচনা, কত ভালোবাসা, কত ঘৃণা কেটে গিয়েছে ১৯ বছরে। সবকিছু যেন একটি বৃত্তে ঘুরছে। তাই আমাদের ভূমিকাও বদলে গিয়েছে। আজ আমার পরিচালিত ছবিতে অভিনেতা অঞ্জন দত্ত। এমন এক জন একজন মানুষকে পরিচালনা করা সম্মানের। এক সময়ে আমি ও আমাদের প্রজন্মের অভিনেতারা ওঁকে দেখে কত অণুপ্রাণিত হয়েছি। এই সম্পর্ক যেন থেকে যায়। অঞ্জনদা তোমায় অনেক ভালোবাসা। 

Latest Videos

 

 

প্রসঙ্গত. ২০০৬-তে অঞ্জন দত্তের পরিচালনায় দ্য বং কানেকশন ছবিতে অভিনয় করেছিলেন পরম। এর পরে তাঁর পরিচালনাতেই চলো লেটস গো ছবিতে অভিনয় করেছিলেন পরম। ২০১১ সালে জানি দেখা হবে ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত। ছবিতে পরমব্রত ও পায়েল সরকার অভিনয় করেছিলেন। ২০১৬-য় হেমন্তে অভিনয় করেন পরম। এই ছবিটিও পরিচালনা করেন অঞ্জন দত্ত। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর