সমুদ্রে পার্টি করতে গিয়ে মৃত্যু প্রিন্স নারুলার দাদার! পরিবারে শোকের ছায়া

  • সমুদ্রের জলে তলিয়ে গেলেন বিগ বস ও রোডিজ খ্যাত প্রিন্স নারুলার দাদা রূপেশ নারুলা 
  • কানাডায় ছিলেন রূপেশ নারুলা
  • সেখানেই ব্লাফার্স পার্ক বিচে পার্টি চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রূপেশ
  • এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই খবর
swaralipi dasgupta | Published : Jul 6, 2019 8:27 AM IST

সমুদ্রের জলে তলিয়ে গেলেন বিগ বস ও রোডিজ খ্যাত প্রিন্স নারুলার দাদা রূপেশ নারুলা ওরফে রূবের। কানাডায় ছিলেন রূপেশ নারুলা। সেখানেই ব্লাফার্স পার্ক বিচে পার্টি চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রূপেশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই খবর। 

গত সোমবার ব্লাফার্স পার্ক বিচে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন রূপেশ নারুলা। তখনই বড় ঢেউ এসে আছড়ে পড়ে। সেই ঢেউয়ে প্রায় সকলেই ভেসে যান। কিন্তু সাঁতার না জানায় তলিয়ে সমুদ্রের জলে তলিয়ে যান রূপেশ। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।  রূপেশের পরিবার থেকে এমনই জানিয়েছে সংবাদমাধ্যমের কাছে।

Latest Videos

তিন মাসেই আগেই বিয়ে করেছিলেন রূপেশ। ২০১৬ সাল থেকেই কানাডায় রয়েছেন রূপেশ নারুলা। স্টুডেন্ট ভিসায় সেখানে গিয়েছিলেন তিনি। এরপরে সেখানেই  চাকরি পেয়ে যান রূপেশ। এই জুলাইতে সস্ত্রীক কানাডা ছাড়ার কথা ছিল প্রিন্স নারুলার। তাঁর দেহ মোহালির বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।  

মৃত্যুর খবর পাওয়ার পরেই কানাডা উড়ে গিয়েছিলেন প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরী। প্রিন্স ও যুবিকার বিয়ে হয় ২০১৮-র ১২ অক্টোবর। তাঁদের প্রেম পর্ব শুরু হয়  বিগবস থেকে। যদিও আগেই বেরিয়ে গিয়েছিলেম যুবিকা। সে সময়ে নোরা ফতেহির সঙ্গে গুঞ্জন শুরু হয় প্রিন্সের। কিন্তু বিগবস থেকে বেরিয়ে যুবিকাকেই বিয়ে করেন তিনি। 

 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর