জীবন নিয়ে প্রিয়ঙ্কার পাঁচ টিপস! 'লাইফ লেসন' দিলেন জোনাস-গিন্নি

swaralipi dasgupta |  
Published : Jun 15, 2019, 05:42 PM IST
জীবন নিয়ে প্রিয়ঙ্কার পাঁচ টিপস! 'লাইফ লেসন' দিলেন জোনাস-গিন্নি

সংক্ষিপ্ত

অভিনয় দুনিয়ায় নিজেকে বহুদিন আগেই প্রমাণ করেছেন ফ্যাশন দুনিয়ায়ও কী ভাবে নিজেকে প্রথম সারিতে রাখতে হয়, তা-ও জানেন প্রিয়ঙ্কা চোপড়া  এবার তিনি পাঁচটি পয়েন্টে ইনস্টাগ্রাম জীবনের শিক্ষা দিলেন দেখে নেওয়া যাক কী কী শিক্ষা দিলেন পিগি চপস

অভিনয় দুনিয়ায় নিজেকে বহুদিন আগেই প্রমাণ করেছেন। ফ্যাশন দুনিয়ায়ও কী ভাবে নিজেকে প্রথম সারিতে রাখতে হয়, তা-ও জানেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার তিনি পাঁচটি পয়েন্টে ইনস্টাগ্রাম জীবনের শিক্ষা দিলেন। 

দেখে নেওয়া যাক কী কী শিক্ষা দিলেন পিগি চপস- 

১) সব সময়ে নিজের স্কার্টের চেয়ে বড় হবেন। 

২) লুকনোর কিছু নেই। ভিডিও-র এই অংশে প্রিয়ঙ্কাকে ব্যাকলেস শাড়ি পড়তে দেখা যায়। এই শাড়িটির জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয় নায়িকাকে। 

 

 

৩) শাড়ি পরুন। সরি হবেন না । এখানেও বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পড়তে  দেখা যায় প্রিয়ঙ্কাকে। 

৪) চার নম্বর লেসন হিসেবে প্রিয়ঙ্কার পরামর্শ- মেক সাম নয়েজ। এখানে ঘুঙুর পরে নাচতে দেখা যায় বলিউডের জংলি বিল্লিকে। 

৫) এই অংশে প্রথমে মেডিটেশন করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। যদিও তিনি মেডিটেশন করতে মোটেও বলেননি। বরং তিনি এখানে প্যাচড জিন্স পরার পরামর্শ দিয়েছেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মেট গালার আসরে ও কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড় জোনাস। পোশাকে ও সাজে দুই জায়গাতেই স্পটলাইটে ছিলেন পিগি চপস। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার