মর্দানি ২-এর বিশেষ প্রিমিয়ার, মুম্বই মহিলা পুলিশের সঙ্গে ছবি দেখলেন রানি

Published : Dec 11, 2019, 08:04 PM IST
মর্দানি ২-এর বিশেষ প্রিমিয়ার, মুম্বই মহিলা পুলিশের সঙ্গে ছবি দেখলেন রানি

সংক্ষিপ্ত

৪৮ ঘন্টা পর মুক্তি পাবে মর্দানি ২ মম্বই পুলিশ কন্ট্রোল রুমে গেলেন রানি বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করা হল  মহিলা পুশিলদের সঙ্গে ছবি দেখলেন রানি

হাতে মাত্র রয়েছে আর ৪৮ ঘন্টা। শেষ মুহুর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত এখন রানি মুখোপাধ্যায়। ইতিমধ্যেই একাধিক শহরে ঘুরে ছবির প্রমোশনে অংশ নিয়েছেন তিনি। মর্দানি ২ ছবির বিস্তর সাফল্যের পর এবার পর্দায় আসতে চেলেছে মদ্রানি ২। সেই ছবি দেখার জন্যই এখন অধীর আগ্রহে বসে রয়েছেন তাঁর ভক্তরা। 

মর্দানি ২ ছবিতেও রানি মুখোপাধ্যায়কে দেখা যাবে পুলিশ অফিসারের ভুমিকাতে। সেই ছবির প্রচারে এসেই তাই বার বার তাঁর মিখে উঠে আসতে দেখা গিয়েছে দেখের বিভিন্ন ছোট বড় ক্রাইমের কথা। বিভিন্নভাবে তিনি কথা বলে নিয়েছিলেন মহিলা পুলিশের জীবন যাপন নিয়ে। বিভিন্ন খুঁটি নাটি বিচার করেই নিজের একশো শতাংশ নিংড়ে দিয়েছেন রানি মুখোপাধ্যায়। 

 

 

শুক্রবার মুক্তি পাবে মর্দানি ২ ছবি। তারই আগে ছবির বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হল ছবির পক্ষ থেকে। মুম্বইয়ের মহিলা পুলিশদের সঙ্গে নিয়েই ছবি দেখলেন রানি মুখোপাধ্যায়। সকলের সঙ্গে দেখা করে হাত মেলালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে রানি মুখোপাধ্যায়। এখন দেখার দর্শকের মনে এই ছবি কতটা প্রভাব ফেলে।   

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?