সুদীপার ছেলের মামাভাতে বিরাট হইচই! মেনুতে কী কী ছিল

  • দু মাস আগেই অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের
  • এবার সুদীপার বাপের বাড়ির লোকজন মেতে উঠেছেন আদিদেবকে নিয়ে
  • সম্প্রতি ছোট্ট আদিদেব মামা ভাত খেল
swaralipi dasgupta | Published : Jul 1, 2019 5:57 PM IST / Updated: Jul 01 2019, 11:28 PM IST

বাংলা টেলিভিশনে রান্নার শো-এর প্রসঙ্গে যাঁর কথা উঠে আসে তিনি হলেন সুদীপা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত জি বাংলা রান্নাঘর ছেড়ে নিজের সংসারেই মন দিয়েছেন সুদিপা। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি।  পরিবারে এসেছে নতুন সদস্য আদিদেব। আর তাকে নিয়েই এখন হইচই পরিবারে। 

দু মাস আগেই অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের। এবার সুদীপার বাপের বাড়ির লোকজন মেতে উঠেছেন আদিদেবকে নিয়ে। সম্প্রতি ছোট্ট আদিদেব মামা ভাত খেল। সেই মামা ভাত-এর অনুষ্ঠান থেকেই বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়।

Latest Videos

 

 

ছবিগুলিতে দেখা যাচ্ছে একেবারে জমিয়ে মামা ভাত খাচ্ছে ছোট্ট আদিদেব। খুদের মামা ভাত অনুষ্ঠানে মেতে উঠেছে পরিবারের অন্যান্য রাও। সাদা ধুতি পাঞ্জাবিতে ছোট্ট আদি দেব একেবারে যেন রাজপুত্রের মত লাগছে। মামাভাতে কী মেনু ছিল তা-ও শেয়ার করেছেন সুদীপা। ছবিতে দেখা যাচ্ছে ভাত, ডাল, নানান রকমের ভাজা, তরকারি, মাছ, মাংস, পায়েশ সুক্ততে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে আদিদেবকে। 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |