সুদীপার ছেলের মামাভাতে বিরাট হইচই! মেনুতে কী কী ছিল

swaralipi dasgupta |  
Published : Jul 01, 2019, 11:27 PM ISTUpdated : Jul 01, 2019, 11:28 PM IST
সুদীপার ছেলের মামাভাতে বিরাট হইচই! মেনুতে কী কী ছিল

সংক্ষিপ্ত

দু মাস আগেই অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের এবার সুদীপার বাপের বাড়ির লোকজন মেতে উঠেছেন আদিদেবকে নিয়ে সম্প্রতি ছোট্ট আদিদেব মামা ভাত খেল

বাংলা টেলিভিশনে রান্নার শো-এর প্রসঙ্গে যাঁর কথা উঠে আসে তিনি হলেন সুদীপা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত জি বাংলা রান্নাঘর ছেড়ে নিজের সংসারেই মন দিয়েছেন সুদিপা। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি।  পরিবারে এসেছে নতুন সদস্য আদিদেব। আর তাকে নিয়েই এখন হইচই পরিবারে। 

দু মাস আগেই অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের। এবার সুদীপার বাপের বাড়ির লোকজন মেতে উঠেছেন আদিদেবকে নিয়ে। সম্প্রতি ছোট্ট আদিদেব মামা ভাত খেল। সেই মামা ভাত-এর অনুষ্ঠান থেকেই বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়।

 

 

ছবিগুলিতে দেখা যাচ্ছে একেবারে জমিয়ে মামা ভাত খাচ্ছে ছোট্ট আদিদেব। খুদের মামা ভাত অনুষ্ঠানে মেতে উঠেছে পরিবারের অন্যান্য রাও। সাদা ধুতি পাঞ্জাবিতে ছোট্ট আদি দেব একেবারে যেন রাজপুত্রের মত লাগছে। মামাভাতে কী মেনু ছিল তা-ও শেয়ার করেছেন সুদীপা। ছবিতে দেখা যাচ্ছে ভাত, ডাল, নানান রকমের ভাজা, তরকারি, মাছ, মাংস, পায়েশ সুক্ততে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে আদিদেবকে। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে