হৃদয়ের নানা ঋতুতে-সঙ্গে 'সোশ্য়াল ইস্য়ু'তেও, বাজিমাত ঋতুপর্ণার অফিসিয়াল ইউটিউব চ্য়ানেল

Published : Apr 15, 2020, 02:11 PM ISTUpdated : Apr 15, 2020, 07:52 PM IST
হৃদয়ের নানা ঋতুতে-সঙ্গে 'সোশ্য়াল ইস্য়ু'তেও, বাজিমাত ঋতুপর্ণার অফিসিয়াল ইউটিউব চ্য়ানেল

সংক্ষিপ্ত

সম্প্রতি ঋতুপর্ণার অফিসিয়াল চ্য়ানেল লঞ্চ হল  ইউটিউবে  এনিয়ে বিস্তারিত জানালেন ঋতুপর্ণা, আমাদের সংবাদমাধ্য়মকে    বিনোদনের পাশাপাশি 'সোশ্য়াল ইস্য়ু' গুলি নিয়েও আলোচনা হবে  এই ইউটিউব চ্য়ানেলে বাংলা হিন্দি ও ইংরেজি ৩টি ভাষাই থাকবে  

সম্প্রতি ঋতুপর্ণার অফিসিয়াল চ্য়ানেল লঞ্চ হল  ইউটিউবে। আর সেই  ইউটিউব চ্য়ানেলে কীকী বিষয় থাকবে, কারা সেখানে উপস্থিত থাকবেন এনিয়ে বিস্তারিত জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের সংবাদমাধ্য়মের কাছে। তবে পয়লা বৈশাখটা শুরু করলেন নিজের লেখা  'সকাল হলেই' কবিতা পাঠের মধ্য় দিয়ে।

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা