হৃদয়ের নানা ঋতুতে-সঙ্গে 'সোশ্য়াল ইস্য়ু'তেও, বাজিমাত ঋতুপর্ণার অফিসিয়াল ইউটিউব চ্য়ানেল

Published : Apr 15, 2020, 02:11 PM ISTUpdated : Apr 15, 2020, 07:52 PM IST
হৃদয়ের নানা ঋতুতে-সঙ্গে 'সোশ্য়াল ইস্য়ু'তেও, বাজিমাত ঋতুপর্ণার অফিসিয়াল ইউটিউব চ্য়ানেল

সংক্ষিপ্ত

সম্প্রতি ঋতুপর্ণার অফিসিয়াল চ্য়ানেল লঞ্চ হল  ইউটিউবে  এনিয়ে বিস্তারিত জানালেন ঋতুপর্ণা, আমাদের সংবাদমাধ্য়মকে    বিনোদনের পাশাপাশি 'সোশ্য়াল ইস্য়ু' গুলি নিয়েও আলোচনা হবে  এই ইউটিউব চ্য়ানেলে বাংলা হিন্দি ও ইংরেজি ৩টি ভাষাই থাকবে  

সম্প্রতি ঋতুপর্ণার অফিসিয়াল চ্য়ানেল লঞ্চ হল  ইউটিউবে। আর সেই  ইউটিউব চ্য়ানেলে কীকী বিষয় থাকবে, কারা সেখানে উপস্থিত থাকবেন এনিয়ে বিস্তারিত জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের সংবাদমাধ্য়মের কাছে। তবে পয়লা বৈশাখটা শুরু করলেন নিজের লেখা  'সকাল হলেই' কবিতা পাঠের মধ্য় দিয়ে।

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?