শাহরুখের মাথায় হেলমেট নেই! কিং খানকে কড়া পরামর্শ সচিনের

swaralipi dasgupta |  
Published : Jun 30, 2019, 06:10 PM IST
শাহরুখের মাথায় হেলমেট নেই! কিং খানকে কড়া পরামর্শ সচিনের

সংক্ষিপ্ত

রুপোলি দুনিয়ায় সম্প্রতি ২৭ বছর পূর্ণ করলেন বলি কিং শাহরুখ খান  বলি ছবির কেরিয়ার শুরু করেছিলেন দিওয়ানা ছবি থেকে। \তার পরে আর থেমে থাকতে হয়নি তাঁকে নিজের চার্ম দিয়েই মুগ্ধ করছিলেন সকলকে

রুপোলি দুনিয়ায় সম্প্রতি ২৭ বছর পূর্ণ করলেন বলি কিং শাহরুখ খান। বলি ছবির কেরিয়ার শুরু করেছিলেন দিওয়ানা ছবি থেকে। তার পরে আর থেমে থাকতে হয়নি তাঁকে। নিজের চার্ম দিয়েই মুগ্ধ করছিলেন সকলকে। ২৭ বছর পূর্ণ করতে গিয়ে তাই সেই স্মৃতিকেই ঝালিয়ে নিলেম এসআরকে। 

এদিন একটি নস্টালজিয়ায় ভরা পোস্ট করেন শাহরুখ খান। সেই পোস্টে দেখা যাচ্ছে বাইক চড়ে আসছেন কিং খান। আর ব্যাকগ্রাউন্ডে দিওয়ানা ছবির গান বাজছে। 
ছবির ক্যাপশনে এসআরকে লেখেন, আমার সঙ্গে ২৭ বছরের এত সুন্দর একটি যাত্রায় পথ চলার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। 

 

 

কিন্তু  বাইক চড়ার সময়ে মাথায় হেলমেট ছিল না শাহরুখের। এই বিষয়টা ভক্তরা খেয়াল না করলেও এড়িয়ে যাননি সচিন টেন্ডুলকর। তাই বন্ধু শাহরুখকে সাবধান বার্তা দিয়েছেন তিনি। 

পোস্টটিতে সচিন কমেন্ট করেন, প্রিয় বাজিগর, হেলমেটকে বাদ দিয়ে দিও না। যতদিন জান আছে, হেলমেট পরো। তোমায় অভিনন্দন ২৭ বছর পূর্ণ করার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধু। 

এই পোস্টে বিগলিত হয়ে শাহরুখও টুইট করেন, আরে বন্ধু হেলমেট পরে অন ড্রাইভ, অফ ড্রাইভ হোক বা স্ট্রেট ড্রাইভ করতে তোমার চেয়ে ভালো কে পারে। আমি আমার নাতি নাতনিদের বলব, আমায় ড্রাইভিং শিখিয়েছেন মহান সচিন টেন্ডুলকর। খুব শীঘ্রই দেখা হবে।  মাছের কারি খাওয়া যাবে। ধন্যবাদ। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?