লাভ আজ কাল ২ -এ সারা! মেয়ের ছবি সম্পর্কে কী বললেন সইফ

  • পূর্ণ হল 'লাভ আজ কাল'-এর ১০ বছর
  • ছবিতে সইফ আলি খানের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকন 
  • তৈরি হবে ছবির সিক্যুয়েল
  • শুরু হয়েছে ছবির কাজ

২০০৯ সালে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত 'লাভ আজ কাল'। বেশ ভালোই ব্যবসা করেছিল ছবিটি। সেই মতো শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। সারা আলি খান ও কার্তিক আরিয়ান রয়েছেন 'লাভ আজ কাল'-২ ছবিতে। 

বলিউডের তরফে সেই রকম জানানো হলেও সইফ আলি খানের বক্তব্য অন্য।  তাঁর কথায়, এটি সম্পূর্ণ একটি অন্য গল্প। দুটি ছবির মধ্যে কোনও-রকম মিল নেই। সারা এই সিনেমার একটি অংশ মাত্র। সইফ এর কথায়, সারা খুবই স্মার্ট মেয়ে। 'লাভ আজ কাল' ছবিটির ধারা বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব ইমতিয়াজ আলির।

Latest Videos

সারা এবং কার্তিকের হিমাচল প্রদেশে শ্যুটিং এর ছবি  ইতিমধ্য়ে  ভাইরাল হয়েছে। সিনেমার বেশিরভাগ অংশই  শ্যুটিং হয়েছে দিল্লি ও হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে ছবির  শ্যুটিং শেষ হয়েছে। সারা এবং কার্তিকের এই সমস্ত ছবি  ভক্তদের কাছে উপরি পাওনা। 

প্রঙ্গগত, সইফ আলি খানের কাছে এই মুর্হূতে রয়েছে 'জওয়ানি জানেমন' , 'ভূত পুলিশ', 'তানাজি-দি আনসাং ওয়ারিওর', 'লাল কাপ্তান'ছবির কাজ। আর উপর দিকে সারার হাতে রয়েছে 'কুলি নং ১'।  বিপরীতে রয়েছেন বরুন ধাওয়ান। আর কার্ত্তিক এর হাতে 'পতি পত্নী অওর ও'। ছবিতে রয়েছে অনন্যা পাণ্ডে, ভূমি পেডনেকর।

Share this article
click me!

Latest Videos

'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today