হায়দরাবাদ কাণ্ডে বর্তমানে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। নৃশংসতার চুরান্ত পর্যায় গিয়ে এভাবেই যে মানুষ শয়তানে পরিণত হতে পারে তা হয়তো এখনও অনেকের কাছে অবিশ্বাস্য। একের পর এক মেয়েরা সেই শয়তানের হাতে শেষ হয়ে যাচ্ছে। মানুষের ভেক ধরা এই শয়তানদের বিনাশে এবার কড়া বার্তা দিলেন সলমন খান।
খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সলমন খান। এদিন তিনি ঘটনার তীব্র প্রতিবাদ করে লেখেন-মানুষের ভেক ধরে এ কেমন শয়তান! যেভাবে এই নিরিহ মেয়েগুলোকে নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল, তা দেখে শীঘ্রই আমাদের সচেতন হওয়া উচিত। এদের চিহ্নিত করে শেষ করতে হবে, অন্যকেউ তাদের শিকার হয়ে ওঠার আগে। বেটি বাঁচাও এখন আর ক্যাম্পেনিং নয়, বরং তাদের বোঝাতে হবে আমরা সবাই একই সঙ্গে রুখে দাঁড়াব।
অবশেষে হায়দরাবাদের নির্যাতিতার আত্মার শান্তিও কামনা করেন সলমন খান। কেবল তিনি নন, বিটাউনের আরও অনেকেই একইভাবে সোচ্চার হয়েছেন এই নৃশংস ঘটনা সামনে উঠে আসার পর থেকে। ধিক্কারে ছরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। সমাজের বদল প্রয়োজন, প্রয়োজন পাশে দাঁড়িয়ে মেয়েদের রক্ষা করা, ভাইজানের টুইটে স্পষ্ট সেই বার্তাই।