বড়দিনে বড় 'কিক' ভাইজানের, ২০২১ সালে নয়া চমক পর্দায়

Published : Jan 15, 2020, 07:12 PM ISTUpdated : Jan 15, 2020, 07:25 PM IST
বড়দিনে বড় 'কিক' ভাইজানের, ২০২১ সালে নয়া চমক পর্দায়

সংক্ষিপ্ত

নতুন ছবির খবর শোনালেন সলমন খান ২০২১-এ পর্দায় থাকছে নয়া চমক কিক-২ নিয়ে ফিরবেন ভাইজান নয়া ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে

একের পর এক ছবি এখন সলমন খানের পাইলাইনে। একাধিক ছবির শ্যুটিং নিয়ে এখন বেজায় ব্যস্ত ভাইজান। সম্প্রতি মুক্তি পেয়েছে দাবাং থ্রি ছবি। কিন্তু সেই ছবি বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেলায় বিন্দু মাত্র চিন্তার ভাঁজ পড়ল না সলমন খানের কপাল। বরং তিনি একের পর এক ছবির খবর শুনিয়ে দিলেন ভক্তদের। 

আরও পড়ুনঃ চোখে কাজল কপালে বড় লাল টিপ, নয়া রূপে আত্মপ্রকাশ আলিয়ার

আরও পড়ুনঃ সলমনের কোলে কার সন্তান,নেটদুনিয়ায় ভাইরাল হল সেই ছবি

২০১৯ সালের বড়দিনে সলমনের ভাগ্য সেভাবে সাদ না দিলেও ২০২১ সালের বড়দিনকে এখন পাখির চোখ করেছেন সলমন খান। সম্প্রতি শোনালেন শুখবর। ২০১২ সালে আসতে চলেছে কিক ছবির সিক্যুয়েল। প্রথম থেকেই এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ২০১৮ সালে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। 

২০১৪ সালে বক্লবাস্টার হওয়া ছবি কিক-এর সিক্যুয়েলের খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে নয়া ঝড় উঠল। সলমন খান মানেই পর্দায় বক্লবাস্টার। তবে সেই তকমা খানিকটা ঘুচিয়েছে দাবাং থ্রি ছবি। যদিও ভক্তদের নিয়ে আশাবাদী ভাইজান। তাঁর ধারনা দেশের উত্তাল পরিস্থিতির জন্যই সেভাবে সাফল্যের মুখ দেখতে পাড়ল না এই ছবি। তবে কিক ২-তে নয়া চমক নিয়ে আসতে কোমড় বেঁধে নেমে পড়েছেন সলমন খান। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?