সওয়াগ সে সওগত এবার বাংলাদেশে, প্রিমিয়ার লিগ-এর উদ্বোধনে ভাইজান

Published : Dec 03, 2019, 02:20 PM IST
সওয়াগ সে সওগত এবার বাংলাদেশে, প্রিমিয়ার লিগ-এর উদ্বোধনে ভাইজান

সংক্ষিপ্ত

৮ ডিসেম্বর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান সেই উপলক্ষ্যেই সেজে উঠছে ঢাকা শহর মুহুর্তে চাঞ্চল্যতা ছড়ালো ভক্তদের মধ্যে

শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেই উপলক্ষ্যেই এবার ঢেলে সাজানো হচ্ছে ঢাকা শহরকে। প্রথম থেকেই এই খেলা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এবার বাংলাদেশ যেন একটু বেশিই উৎসাহ এই লিগ নিয়ে। কারণ এবার প্রিমিয়ার লিগের উদ্বোধনে ঢাকায় পাড়ি দিচ্ছেন ভাইজান। সঙ্গে রয়েছে উপরি পাওনাও। 

৮ ডিসেম্বর উদ্বোধনী উপলক্ষ্যে সেজে উঠবে শেরেবাংলা স্টেডিয়াম। সেখানেই তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। এই দিনই বাংলাদেশে পা রাখতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, সূত্রের খবর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন আরও অনেকেই। মঞ্চে উপস্থিত থাকবেন কৈলাশ খের, সনু নিগমও। রবিবার এই অনুষ্ঠানের উদ্বোধনে থাকবেন শেখ হাসিনা।

২০১৫ সালে প্রিমিয়ার লিগের উদ্বোধনে এসেছিলেন হৃত্বিক রোশন ও জ্যাকলিন ফার্নান্দেজ। তবে সম্প্রতি মুক্তি পেতে চলেছে দাবাং থ্রি ছবি, সেই ছবির প্রচারের আগেই বাংলাদেশ সফরে সলমন খান। ফলে তাঁর ভক্তদের উৎসাহ এখন তুঙ্গে। বেশ কয়েকদিন পর আবারও ক্যাটরিনা ও সলমন খানকে একই সঙ্গে দেখা যাবে। ৮ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। খেলা শুরু হবে ১১ ডিসেম্বর। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?