কেন দেওয়া হল না পুরষ্কার, অনুষ্ঠান না করেই বেরিয়ে গেলেন শাহিদ কাপুর

  • সেরা অভিনেতার পুরস্কার পেলেন অন্য কেউ
  • রেগে গেলেন শাহিদ কাপুর
  • বেরিয়ে গেলেন অনুষ্ঠান থেকে
  • করলেন না পার্ফমেন্সও

চলতি বছরে একাই একশো শাহিদ কাপুর। একটি ছবি করেই যেন পর্দায় কাম ব্যাক করলেন তিনি। ছবির নাম কবীর সিং। এই ছবিকে ঘিরে প্রথম থেকেই দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যেমন অভিনয় তেমনই ছিল উপস্থাপনা। নিজের একশো শতাংশ নিংরে দিয়েছিলেন শাহিদ কাপুর। ফলে আশাও করেছিলেন বেশ খানিকটা। 

সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-এর মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন শাহিদ কাপুর। তাঁর সঙ্গে কড়া টক্করে ছিলেন রণবীর সিং। কিন্তু কোথাও গিয়ে সেই পুরষ্কার পেলেন না তিনি। ফলে রীতিমত বিরক্ত হলেন অভিনেতা। শুধু তাই নয়, অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরিয়ে গেলে মুহুর্তে। এই আচরণেই আবারও তোপের শিকার হতে হল শাহিদ কাপুরকে। 

Latest Videos

 

 

স্টার স্ক্রিন পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার হাতে ওঠে রণবীর কাপুরের। গল্লি বয় ছবিতে অনবদ্য অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে ভাগ্যের শিঁকে ছিঁড়ল না শাহিদের। ফলে সহ্য করতে পারলেন না অভিনেতা। এই অনুষ্ঠানের মঞ্চে পার্ফম করার কথাও ছিল শাহিদের। কিন্তু তিনি তাও করলেন না। কারণ হিসেবে জানা যাচ্ছে, অনুষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল শাহিদের, তিনি সেরা পুরস্কারটি পাবেন, বিপরীতে তিনি অনুষ্ঠান করবেন। কিন্তু তেমনটা না ঘটায় শো ছাড়লেন শাহিদ। 

Share this article
click me!

Latest Videos

'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |