মেয়ের পর এবার বাবা, নয়া গানে উষ্ণতা ছড়িয়ে নেট দুনিয়ায় তোলপাড় সইফ

Published : Jan 23, 2020, 05:11 PM IST
মেয়ের পর এবার বাবা, নয়া গানে উষ্ণতা ছড়িয়ে নেট দুনিয়ায় তোলপাড় সইফ

সংক্ষিপ্ত

নয়া লুকে ধরা দিলেন সইফ হট ভিডিও মুহূর্তে ভাইরাল মেয়েকে কড়া টক্কর দিলেন নবাব পুত্র গান ভাইরাল নেট দুনিয়ায়

বাবার ছবির সিক্যোয়েলে নজর কাড়ছে মেয়ে। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে লাভ আজ কাল ছবির সিক্যোয়েলের ট্রেলার। সেখানেই কার্তিক আরিয়নের বিপরীতে দেখা গিয়েছিল সারা আলি খানকে। এগারো বছর আগে এই ছবিতেই ঝড় তুলেছিলেন সইফ আলি খান। বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। এবার লাভ আজ কাল ২ ছবিতে উষ্ণতা ছড়ালো সইফ কন্যা। 

আরও পড়ুনঃ একাধিক ছবি মুক্তির দিন স্মরণ করিয়ে টুইট অমিতাভের, থাকল না ব্রহ্মাস্ত্র-এর নাম

মেয়ের ছবির ট্রেলারে একাধিক হট সিন। সেখানেই দেখা গেল বিচ্ছানাতে উষ্ণতা ছড়াচ্ছেন সারা আলি খান। মুহূর্তে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। এবার মেয়েকে কড়া টক্কর দিয়ে উষ্ণতায় বাজিমাত করলেন খোদ সইফ আলি খান। প্রকাশ্যে এল জাওয়ানি জানেমন ছবির গান ওলে ওলে। সেখানেই হট লুকে ধরা দিলেন নবাব পুত্র। সেই গানও এবার সইফকে তুলে ধরল নয়া লুকে। 

সম্প্রতি জাওয়ানি জানেমন ছবির কাজ শেষ। এখন প্রমোশনের কাজে হাত দিয়েছেন অভিনেতা। এই ছবিতেই সইফের বিপরীতে দেখা যাবে টাবুকে। সেই ছবিরই গান মুক্তিতে তোলপাড় নেট দুনিয়া। সেখানেই দেখা গেল সইফকে একাধিক মেয়ের সঙ্গে ঘনিষ্ট অবস্থায়। কয়েকদিন আগেই সারা হট দৃশ্য ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এবার সইফ আলি খানও কড়া টক্করে মাঠে নেমে পড়লেন। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে