সাহসের বলিহারি, গায়ে আচড় বসিয়ে দিল, আর অবলীলায় আচড়দাতার সঙ্গে পরিচয় করালেন শ্রীলেখা

শ্রীলেখার গায়ে ভালবাসার আচড় দিয়েছে তাঁর আদরের পোষ্য আদর। সেই তার প্রভু শ্রীলেখা মিত্রের গায়ে আচড়ের দাগ বসিয়ে দিয়েছে। যদিও সেই আচড়ে শ্রীলেখা কোনও ব্যাথা অনুভব করেন নি, কারন পোষ্য় আদর যে তাঁর বড়ই আদরের। আর আদরের আচড়টাও যে ছিল একদম ভালবাসায় ভরপুর। শুক্রবার সকালে আদরের ভালবাসা মাখা আচড় খাওয়ার পরই সোশ্যাল সাইটে একটু খুনসুটি করার ইচ্ছে হয়েছিল শ্রীলেখার। 

শুক্রবার (Friday) সাত সকালে এক অদ্ভুত পোস্ট টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)। তাঁর পোস্ট দেখেই হয়তো অনেকে ভেবেও ফেলেছিলেন আবার হয়তো বড় পর্দায় উষ্ণতার ছোঁয়া দিতে আসছেন শ্রীলেখা। কিন্তু না, সে সব যে কিছুই নয়। আসলে এই দিন সকালে নিজের সোশ্যাল সাইটে একটি পোস্টে অভিনেত্রী লেখেন, ভালবাসার আঁচড়। তাঁর এই উস্কানিমূলক পোস্টকে নেটিজেনরা একটু অন্যভাবেই নিয়েছিলেন। রুপোলি পর্দার স্টারদের নিয়ে ক্রিপসি ক্রান্চি খবর হয়ে ওঠে পেজ থ্রি-র হট গসিপ। এবার কিন্তু হল ঠিক তার উল্টোটা। রীতিমতো সোশ্যাল পোস্টে ভেলকি খাওয়ালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ভালবাসার আচড় কথাটার মধ্যে নেটিজেনরা খুঁজতে চেয়েছিলেন উষ্ণতায় ভরপুর কোনও যৌনতার ছবি। কিন্তু সেই সব ভাবনাকে একেবারে ধূলিসাৎ করে শ্রীলেখা (Sreelekha Mitra) যখন সেই আচড়দাতার পরিচয় ছবি সহ প্রকাশ্যে আনলেন তখন সকলে যেন একেবারে বোকা বনে গেল। 

আসুন তাহলে আচড়ের নেপথ্য কাহিনিটা জানা যাক। জানলে আপনিও হয়তো বেশ অবাকই হবেন। আসলে শ্রীলেখার গায়ে ভালবাসার আচড় দিয়েছে তাঁর আদরের পোষ্য আদর। সেই তার প্রভু শ্রীলেখা মিত্রের গায়ে আচড়ের দাগ বসিয়ে দিয়েছে। যদিও সেই আচড়ে শ্রীলেখা কোনও ব্যাথা অনুভব করেন নি, কারন পোষ্য় আদর যে তাঁর বড়ই আদরের। আর আদরের আচড়টাও যে ছিল একদম ভালবাসায় ভরপুর। শুক্রবার সকালে আদরের ভালবাসা মাখা আচড় খাওয়ার পরই সোশ্যাল সাইটে একটু খুনসুটি করার ইচ্ছে হয়েছিল শ্রীলেখার। সেই জন্যই তো এই ধরনের পোস্ট করে সকলকে চমকে দিয়ছেন নায়িকা। সেই সঙ্গে আবার লিখেছেন, এটা কিন্তু কোনও পুরুষ মানুষের আচড় নয়। তাঁর অবলা সন্তানের ভালবাসার আচড়। তাই এটা যাতে টক অফ দ্য টাউন না হয়ে ওঠে, তাই আগেভাগেই সবটা পরিস্কার করে দিলেন নায়িকা। শ্রীলেখার নাকি ভয় ছিল, যদি কেও আবার ভুল বুঝে ফেলে....

Latest Videos

শ্রীলেখা একজন পশুপ্রেমী (Pet Lover)। সে কথা আজ কারোরই অজানা নয়। অতিমারি করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় রাস্তার অবলা জীবদের প্রতি যথেষ্ট কর্তব্য পালন করেছেন তিনি। নায়িকার কাছে তাঁর পোষ্য আদর শুধু পোষ্যই নয়, পরিবারের একজন সদস্য। তাই তিনি যে আবাসনে থাকেন সেখানে বেশ কয়েকবার তাঁর আদরকে নিয়ে হেনস্থাও হতে হয়েছিল। সম্প্রতি শর্টফিল্ম ছাদের শ্যুটিং শেষ করেছেন শ্রীলেখা মিত্র। ছাদকে কেন্দ্র করে একটি মেয়ের মেয়েবেলা থেকে স্কাইলাইন, ছোট থেকে বড় হয়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে। এখানে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে আগামী দিনে টলিপাড়ায় নতুন প্রতিভাদের নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury