হাসাতে হাসাতে মঞ্চের মধ্যেই মৃত্যু স্ট্যান্ড আপ কমেডিয়ানের

swaralipi dasgupta |  
Published : Jul 21, 2019, 08:49 PM IST
হাসাতে হাসাতে মঞ্চের মধ্যেই মৃত্যু স্ট্যান্ড আপ কমেডিয়ানের

সংক্ষিপ্ত

দর্শকদের হাসাতে হাসাতেই মৃত্যু হল স্ট্যান্ড আপ কমেডিয়ান মঞ্জুনাথ নাইডুর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি দুবাইয়ে একটি শো চলাকালনীই হঠাৎ মৃত্যু হয় তাঁর চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর

দর্শকদের হাসাতে হাসাতেই মৃত্যু হল স্ট্যান্ড আপ কমেডিয়ান মঞ্জুনাথ নাইডুর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি দুবাইয়ে একটি শো চলাকালনীই হঠাৎ মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। 

জানা যাচ্ছে, শুক্রবার মানুষকে হাসাতে হাসাতে হঠাৎ তিনি হাঁপাতে শুরু করেন। জানান তিনি উৎকণ্ঠায় ভুগছেন। তার পরে একটি বেঞ্চে বসেন মঞ্জুনাথ। সেখান থেকেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে দর্শকরা বুঝতে পারেননি। তাঁরা ভাবেন কৌতুকের অংশ হিসেবেই হয়তো এভাবে মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরে চিকিৎসকরা আসেন। জানা যায় হৃগরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মঞ্জুনাথের। 

৩৬  বছরের মঞ্জুনাথরা আসলে চেন্নাইয়ের বাসিন্দা। কিন্তু তাঁর জন্ম হয় আবু ধাবিতে। এর পরে দুবাই চলে আসেন। জানা গিয়েছে যে, মঞ্জুনাথের মা বাবা বহুদিন আগেই গত হয়েছেন। তাঁর পরিবার বলতে শুধু তাঁর একমাত্র ভাই। বিয়েও করেননি। তবে তিনি খুব মিশুকে ও  হাসিখুশি ছিলেন বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। 
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে