হাসাতে হাসাতে মঞ্চের মধ্যেই মৃত্যু স্ট্যান্ড আপ কমেডিয়ানের

  • দর্শকদের হাসাতে হাসাতেই মৃত্যু হল স্ট্যান্ড আপ কমেডিয়ান মঞ্জুনাথ নাইডুর
  • এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি দুবাইয়ে একটি শো চলাকালনীই হঠাৎ মৃত্যু হয় তাঁর
  • চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর
swaralipi dasgupta | Published : Jul 21, 2019 3:19 PM IST

দর্শকদের হাসাতে হাসাতেই মৃত্যু হল স্ট্যান্ড আপ কমেডিয়ান মঞ্জুনাথ নাইডুর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি দুবাইয়ে একটি শো চলাকালনীই হঠাৎ মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। 

জানা যাচ্ছে, শুক্রবার মানুষকে হাসাতে হাসাতে হঠাৎ তিনি হাঁপাতে শুরু করেন। জানান তিনি উৎকণ্ঠায় ভুগছেন। তার পরে একটি বেঞ্চে বসেন মঞ্জুনাথ। সেখান থেকেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে দর্শকরা বুঝতে পারেননি। তাঁরা ভাবেন কৌতুকের অংশ হিসেবেই হয়তো এভাবে মাটিতে লুটিয়ে পড়েছেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরে চিকিৎসকরা আসেন। জানা যায় হৃগরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মঞ্জুনাথের। 

Latest Videos

৩৬  বছরের মঞ্জুনাথরা আসলে চেন্নাইয়ের বাসিন্দা। কিন্তু তাঁর জন্ম হয় আবু ধাবিতে। এর পরে দুবাই চলে আসেন। জানা গিয়েছে যে, মঞ্জুনাথের মা বাবা বহুদিন আগেই গত হয়েছেন। তাঁর পরিবার বলতে শুধু তাঁর একমাত্র ভাই। বিয়েও করেননি। তবে তিনি খুব মিশুকে ও  হাসিখুশি ছিলেন বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। 
 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News