গায়ে অন্য রকম ছোঁয়া, আঙুলই মটকে দিলেন তাপসী

  • যৌন নিপিড়নের শিকার তাপসী
  • করিনার সামনে শিকারোক্তি
  • মালুম হতেই কী করলেন অভিনেত্রী
  • খোলসা করলেন তিক্ত অভিজ্ঞতা

বলিউডে পা রাখার পর থেকেই নিজের এক বিশেষ পরিচিতির তৈরি করেছেন তাপসী পান্নু। তাঁর চরিত্রের নির্বাচন থেকে শুরু করে অভিনয়ের ধার, সবেতেই যেন এক বিশেষত্বের ছাপ রেখে দিতে চান তিনি। ক্যামেরার সামনে তিনি যতটা প্রতিবাদী, ততটাই সাহসী তিনি ক্যামেরার পেছনে। বহুবার প্রকাশ্যে তার প্রমাণও দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ অশরীরী আত্মার মাঝে ভিকি, প্রকাশ্যে এল 'ভূত' -এর টিজার

Latest Videos

এবার তাপসী পান্নু মুখ খুললেন যৌন নিপিড়ন নিয়ে। অভিনেত্রীর অকপট শিকারোক্তি যে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সম্প্রতি এক টক শোতে এসে খোলসা করেন তাপসী পান্নু। মুখোমুখি হয়েছিলেন করিনা কাপুরের। সেখানেই তিনি খোলসা করেন তাঁর সঙ্গে ঘটা এক তিক্ত স্মৃতির কথা। গুরদ্বার যাওয়ার পথে সমস্যার মুখে পড়তে হয়েছিল তাপসী পান্নুকে।

 

 

পরিস্থিতি দেখে তাপসীর মনে হয়েছিল, কিছু খারাপ ঘটতে পারে। এমনই অবস্থাতে তিনি অনুভব করেন যে পেছন থেকে কেউ একজন তাঁকে স্পর্শ করছে। বার দুয়েক এমন ঘটার পরই পেছন ফিরে তাপসী ওই ব্যক্তির আঙুল মুচকে দেন। এরপরই সেখান থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। ফলে বোঝাই যায় পর্দা সামনে ও পেছনে নিজেকে এভাবেই ধরে রাখতে চান তাপসী। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তাঁর আগামী ছবি সাবাস মিঠু নিয়ে। প্রকাশ্যে এসেছে সেই ছবির লুক। 
 

Share this article
click me!

Latest Videos

'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা