পুজোর থিম সং দিয়েই শুরু রাণুর সফর, শুনে নিন সেই গান

মুক্তি পেল রাণুর গলায় বাংলা গান

থিম সং দিয়েই যাত্রী শুরু করেছিলেন রাণু

সেই গানই এবার মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়

শুনেনিন রাণুর গলায় বাংলা গান 

Jayita Chandra | Published : Oct 2, 2019 7:41 AM IST / Updated: Nov 19 2019, 03:42 PM IST

রানাঘাটের রাণু মণ্ডলের পথ চলা শুরু হয়েছিল অজয় সংহতির থিম সং দিয়েই। প্রথম খবরের শীরোনামে প্রথম রাণু মণ্ডল উঠে এসেছিল এই গানের মধ্যে দিয়েই। ট্রেন থেকে তাঁর গান রেকর্ড করার পরই ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। 

সেখান থেকেই শুরু হয়েছিল পথ চলা। গানের গলা পছন্দ হওয়ার পরই তালতালা আমরা সবাই ক্লাব থেকে তাঁকে আগমনীর গান গাইবার প্রস্তাব দেওয়া হয়। সেই গানও মহা সমারহে রেকর্ডিং করা হয় পার্কস্ট্রিটের একটি স্টুডিওতে। অবশেষে সেই গান মুক্তি পেল সোশ্যাল মিডিয়ার পাতায়।

এর মাঝে মুক্তি পেয়েছে রাণুর গলা তিনটি গান। তিন গানই ছিল হিন্দি। এই প্রথম প্রকাশ্যে এল রাণুর গলায় বাংলা গান। সেই গানই সোশ্যাল মিডিয়ার পাতায় মুহুর্তে ছড়িয়ে পড়ল। তবে বলিউডের পর টলিউডে কবে হাতেখড়ি করবেন রাণু সেই খবর এখনও প্রকাশ্যে আসেনি। এই গান মুক্তির পর রাণুর গলায় বাংলা গান কেমন শোনাবে সেই আশ মিটল অনেকেরই। যদিও গানের বেশিরভাগ অংশটাই তিনি গাননি।  

Share this article
click me!