সলমন-এর সঙ্গে সাক্ষাতের বাসনা, টানা ৬দিন সাইকেল চালিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভক্ত

  • ৬৫তম ফিল্মফেয়ার অনুষ্ঠিত এবার মুম্বইতে অনুষ্ঠিত হয়নি
  • প্রথমবার মুম্বইয়ের বাইরে অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটিতে
  • সলমনের সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত ৬০০ কিমি সাইকেল চালিয়েছেন 
  • টানা ৬ দিন সাইকেল চালিয়ে তিনি গুহায়াটি পৌঁছান

৬৫তম ফিল্মফেয়ার অনুষ্ঠিত এবার মুম্বইতে অনুষ্ঠিত হয়নি। প্রথমবার মুম্বইয়ের বাইরে অনুষ্ঠিত হয়েছে আসামের রাজধানী গুয়াহাটিতে। ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার অনুষ্ঠিত বি-টাউনের এই জাক-জমক অনুষ্ঠানে ছিল তারকাদের মেলা। ফিল্মফেয়ার ২০২০ সেরার তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকেন বলিউডের ছোট থেকে বড় সারির সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। এই অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকার কথা বলিউডের ভাইজানের। এই আশা নিয়েই গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামের বাইরে উপস্থিত হয়েছিলেন সলমানে একনিষ্ঠ এক ফ্য়ান।

আরও পড়ুন- ৬৫তম ফিল্মফেয়ার বিজয়ীর তালিকা, সেরা পুরষ্কারগুলি গেল কার কার ঝুলিতে

Latest Videos

ভাইজানের এই ভক্তের কীর্তি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সলমান খানের সঙ্গে দেখা করার জন্য ৫২ বছর বয়সী এই সলমান ভক্ত ৬০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন। ভক্তের নাম ভূপেন লিকসন, তিনসুকিয়া জেলার জাগুনের বাসিন্দা তিনি। ভাইজান-এর সঙ্গে একবার দেখা করার জন্য ৮ ফেব্রুয়ারি শনিবার যাত্রা শুরু করেছিলেন। টানা ৬ দিন সাইকেল চালিয়ে তিনি ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গুহায়াটি পৌঁছান। সলমানের ছবি সঙ্গে করে নিয়েই এই সাইকেল যাত্রা শুরু করেছিলেন তিনি।

আরও পড়ুন- বিগবস সিজন ১৩-এর 'মোস্ট এগ্রেসিভ ম্যান', রইল সিদ্ধার্থ সম্পর্কে ১০ অজানা তথ্য

তবে সলমানের এই ভক্ত মোটেও একজন সাধারণ মানুষ নয়। ভূপেন লিকসন নিজেই একজন ইন্ডিয়া বুক অফ রেকর্ডধারী। ২০১৩ সালে সাইকেলের হ্যান্ডেল না ধরে টানা ১ ঘন্টা সাইকেল চালিয়ে তিনি বুক অফ রেকর্ডসে নিজের জায়গা করে নেন। আর ভাইজানও সাইকেলিং পছন্দ করেন। সলমানের সাইকেলিং এর দৃশ্য বারবার প্রকাশ্যে এসেছে। সাইকেল নিয়েই শ্যুটিং সেটে যেতে পছন্দ করেন ভাইজান। ভূপেনও তাই সলমানের সঙ্গে দেখা করার জন্য সাইকেল করেই পৌঁছে গিয়েছেন গুয়াহাটিতে। তবে শেষমেশ পছন্দের তারকার সঙ্গে তাঁর দেখা হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

Share this article
click me!

Latest Videos

এবার চোরেদের নিশানায় অঙ্গনওয়ারী কেন্দ্র! উধাও চাল ডাল তেল এমনকি পাম্পও! | Nadia News Today
Daily Horoscope : ৭ জানুয়ারি মঙ্গলবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, দেখুন আজকের রাশিফল
গঙ্গাসাগরে যাতায়াত আরও হবে সহজ, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee
'হিন্দু হটাও! আয় জিহাদির বাচ্চা কোথায় আছিস, বাণ্ডিল করে পাঠাব' চরম বার্তা Suvendu Adhikari-র
'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed