প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় মুখ অন্যন্যা চট্টোপাধ্যায়, স্বজন বিয়োগে শোকস্তব্ধ টলিপাড়া

সংক্ষিপ্ত

ফুসফুসে সংক্রমণ সহ একাধিক সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা কিছু দিন আগে ভর্তি হন অভিনেত্রী। শুক্রবার সকালে ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই খবর সোশ্যাল মিডিইয়ায় ছড়িয়ে পরে। অভিনেত্রীর মৃত্যু সংবাদে হতবাক গোটা টলিপাড়া। 

বিনোদন জগতে ফের শোকের ছায়া। হৃদরোদে আক্রান্ত হয়ে প্রয়াত ছোট পর্দার অভিনেত্রী অন্যন্যা চট্টোপাধ্যায়। ঘটনায় বিষাদের সুর টলিপাড়ায়। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ফুসফুসে সংক্রমণ সহ একাধিক সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা কিছু দিন আগে ভর্তি হন অভিনেত্রী। শুক্রবার সকালে ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই খবর সোশ্যাল মিডিইয়ায় ছড়িয়ে পরে। অভিনেত্রীর মৃত্যু সংবাদে হতবাক গোটা টলিপাড়া। 

আরও পড়ুন টলিপাড়ার 'ব্ল্যাক বিউটি'-কে চিনতে পারছেন, লাস্যময়ীর বুকের খাঁজের যৌনতাতে পাগল হলেন ভক্তরা 

Latest Videos


একের পর হিট সিরিয়ালে সফলভাবে কাজ করেছেন অনন্যা। দীর্ঘদিন কাজ করেছেন 'তিথির অতিথি', 'গাঁটছড়া'-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। শুধু সিরিয়াল নয় কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় টেলিফিল্মেও। এরমধ্যে ২০০৪ সালে 'পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ সিনেমাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনন্যা চট্টোপাধ্যায় অভিনীত একাধিক টেলিফিল্ম বেস্ট টেলিফিল্ম পুরষ্কারও পেয়েছে। এছাড়া বড় পর্দায়ও বেশ কয়েকবার দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন টলিপাড়ায় কাজ করলেও প্রচারের আলোয় সেভাবে কখনও আসেননি তিনি।
সাম্প্রতিককালে স্বামীকে হারিয়েছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন। মায়ের সঙ্গে একসঙ্গেও অনেকগুলি প্রজেক্টে কাজ করেছেন তিনি। 
বছরের শুরু থেকেই একের পর এক মৃত্যু সংবাদ বিনোদন জগতে। বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক চট্টোপাধ্যায়। কয়েক মাস আগেই টলিপাড়া হারিয়েছে তরুন মজুমদারকে। একের পর এক চেনামুখকে হারিয়ে শোকস্তব্ধ টালিগঞ্জ। 

আরও পড়ুনসুইমিংপুলের নীল জলে শরীর ডুবিয়ে হট পোজ, ভেজা চুলে শিহরণ জাগালেন দিতিপ্রিয়া

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের