নববধূ নুসরতকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন দেব, শুভশ্রী-সহ টলি তারকারা

  • মধুরেণ সমাপয়েৎ। তুরষ্কের বোদরুম শহরে চার হাত এক হল নুসরত জাহান ও নিখিল জৈনের
  •  বিয়েতে উপস্থিত ছিলেন একদম ঘনিষ্ঠ মহল
  •  টলি পাড়া থেকে উপস্থিত ছিলেন শুধুমাত্র মিমি চক্রবর্তী
  • তবে টালিগঞ্জের তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমের ইতিমধ্য়েই নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন
swaralipi dasgupta | Published : Jun 20, 2019 9:50 AM IST

মধুরেণ সমাপয়েৎ। তুরষ্কের বোদরুম শহরে চার হাত এক হল নুসরত জাহান ও নিখিল জৈনের। বিয়েতে উপস্থিত ছিলেন একদম ঘনিষ্ঠ মহল। টলি পাড়া থেকে উপস্থিত ছিলেন শুধুমাত্র মিমি চক্রবর্তী। তবে টালিগঞ্জের তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমের ইতিমধ্য়েই নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 

টলি সুপারস্টার তথা ঘাটাল কেন্দ্রের সাংসদ দেব টুইট করে লিখেছেন, অভিনন্দন। ঈশ্বর মঙ্গল করুন তোমাদের।

Latest Videos

 

 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, অভিনন্দন আর অনেক ভালোবাসা। সারাজীবন সুখে থেকো। গড ব্লেস মাই এঞ্জেল। 

 

রাজ চক্রবর্তীও স্নেহে ভরা একটি টুইট করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, অভিনন্দন নুশু বেটা। তোমাদের দুজনকেই জানাই বিয়ের শুভেচ্ছা। ভাল থেকো। অনেক শুভেচ্ছা তোমাদের। 

রাজ ঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও এদিন টুইট করেন। লেখেন, অভিনন্দন প্রিয়। খুব সুন্দর দেখতে লাগছে।  

নুসরতের গায়ে হলুদে উপস্থিত ছিলেন তনুশ্রী চক্রবর্তীও। তিনি টুইট করেন, অনেক অভিনন্দন। অনেক সুখে থেকো। 

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার হবে নুসরত ও নিখিলের হোয়াইট ওয়েডিং। এদিন একটি মিন্ট গ্রিন ও সাদার মধ্যে ড্রেস পরবেন নুসরত। আগামী ৪ জুলাই কলকাতায় হবে নুসরতের গ্র্যান্ড রিসেপশন। এই রিসেপশনে টলিউডের বহু তারকারা আসবেন।

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul