প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ! মোদীভক্তদের রোষের মুখে টুইঙ্কল খন্না

  • গেরুয়া বস্ত্র ও চোখে চশমা দিয়ে চোখ বুজে ধ্যানে বসেছেন মোদী।
  • কেদারনাথে ধ্যানমগ্ন মোদীকে এবার মজা করে অনুকরন করলেন অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খন্না। 
     
swaralipi dasgupta | undefined | Updated : May 21 2019, 12:04 PM IST

শেষ দফার ভোটের আগের দিন কেদারনাথে গিয়ে পুজো অর্চণা করে এসেছেন নরেন্দ্র মোদী। তার পরে একটি গুহায় কাটিয়েছেন এক রাত। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে গায়ে গেরুয়া বস্ত্র ও চোখে চশমা দিয়ে চোখ বুজে ধ্যানে বসেছেন মোদী। কেদারনাথে ধ্যানমগ্ন মোদীকে এবার মজা করে অনুকরন করলেন অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খন্না। 

টুইঙ্কল খন্না একটি টুইট করেন। টুইটের ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদ চশমা পরে ধ্যানরত অবস্থায় বসেছেন টুইঙ্কল। ক্যাপশনে লিখেছেন, ধ্যানতর অবস্থার ফোটোগ্রাফি, কখন কোন পোজ দিতে হবে, তা নিয়ে আমি একটি ওয়র্কশপ করছি। আপনারা আসবেন। আমার মনে হচ্ছে, ওয়েডিং ফোটোগ্রাফির পরে এটাই একটা বড় ব্যাপার হতে চলেছে। 

Latest Videos

 

 

টুইঙ্কলের টুইটটি স্পষ্টই বলে দিচ্ছে, তিনি মোদীকে ব্যঙ্গ করতেই এই ছবি পোস্ট করেছেন। এমনিতেও বিভিন্ন বিষয়ে ব্যঙ্গ করে লিখতে পারদর্শী অক্ষয় পত্নী। তা নিয়ে নিজের একটি ব্লগও রয়েছে টুইঙ্কলের। 

এর আগেও মোদীকে নিয়ে ব্যঙ্গ করেছেন টুইঙ্কল। তবে টুইঙ্কলের এই টুইট যে খোদ নরেন্দ্র মোদীর চোখেও পড়বে তা বলাই বাহুল্য। এপ্রিলে অক্ষয় কুমার মোদীর একটি অরাজনৈতিক সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানেই মোদী বলেছিলেন তিনি টুইঙ্কলের সমস্ত পোস্ট ফলো করেন। এমনকী মোদী এও বলেছিলেন, স্বামীর উপরে হওয়া রাগগুলি তাঁর উপরে নাকি বের করেন টুইঙ্কল। 

সোশ্যাল মিডিয়ায় মোদীর ধ্যান নিয়ে টুইঙ্কলের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। এর পরেই পাল্টা ট্রলের শিকার হন টুইঙ্কল নি়জে। কেউ বলেন, কোনও কাজ নেই বলে এভাবে মিডিয়ার সামনে আসতে চাইছেন তিনি। আবার মোদীবক্তরা প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করায় বেজায় চটে গিয়ে নানা মন্তব্য় করেন। যদিও সেই সবে মোটেই কর্ণপাত করছেন না প্রাক্তন অভিনেত্রী। 
 

Share this article
click me!

Latest Videos

পাকিস্তান পেয়েছিল F-16, ভারত পেতে চলেছে বিশ্বের ভয়ঙ্কর F-35 | F-35 India | Modi Trump Update
Kolkata Fire: ইএম বাইপাসের ধারে আরুপোতায় গাড়ির গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি
Canning News Today: চুরি করতে গিয়ে ধরা পড়তেই গণপিটুনি! রাস্তায় তাণ্ডব, চাঞ্চল্য গোটা এলাকায়
Yogi Adityanath : 'মহাকুম্ভ থেকে ৩ লক্ষ কোটি টাকা ওঠবে', বিরোধীদের মুখ বন্ধ করলেন যোগী আদিত্যনাথ
Suvendu vs Mamata : 'কাণ্ডজ্ঞান নেই নামেই ১৪ বছরের মুখ্যমন্ত্রী', কেন এমন বললেন শুভেন্দু ? দেখুন