হলুদ ফুলের বিকিনিতে উন্মুক্ত উরফির বক্ষবিভাজিকা, এবার একদম নতুন লুকে ভাইরাল হলেন তিনি

এবার সম্পূর্ণ অন্য সাজে দেখা গেল উরফিকে। তাঁর বিকিনি পরা ছবি মাঝে মাঝেই অনুগামীদের মনে ঢেউ তোলে। এবারও সেই বিকিনি পরেই নিজের ছবি শেয়ার করলেন উরফি। তবে এবার ফুলের বিকিনি পরেছেন তিনি। 
 

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে ওস্তাদ উরফি জাভেদ। টেলিভশন স্টার উরফি তাঁর উদ্ভদ পোশাকের জন্য রীতিমত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন।  এবার সম্পূর্ণ অন্য সাজে দেখা গেল উরফিকে। তাঁর বিকিনি পরা ছবি মাঝে মাঝেই অনুগামীদের মনে ঢেউ তোলে। এবারও সেই বিকিনি পরেই নিজের ছবি শেয়ার করলেন উরফি। তবে এবার ফুলের বিকিনি পরেছেন তিনি। 

হলুদ রঙের ফুলের  বিকিনির মধ্যে দিয়েই উকি মারছে তাঁর নীল রঙা প্যান্টি আর ব্রায়ের কালো স্ট্র্যাপ। ইনস্টাগ্রামে এদিন এটাই ছিল উরফির নতুন লুক। শুধু স্টিল ছবি নয়। সঙ্গে উরফি শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাঁর নানা রকম অঙ্গভঙ্গি ফলোয়ারদের আরও চঞ্চল করবে বলাই বাহুল্য। দেখুন ফুলের বিকিনির সাজে উরফি। 

Latest Videos

হট অ্যান্ড সেক্সি লুকে বরাবরই নজর কাড়েন বলিউড অভিনেত্রী। এবার সম্পূর্ণ অন্য মেজাজে উরফি। তিনি এবার বস্তা দিয়ে তৈরি দু-পিস বলে নিজের ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। মোট কথা বস্তা পরেও ভাইরাল হলেন তিনি। টু পিস বস্তায় রীতিমত হট উরফি। কাঁধ আর নাভি উন্মুক্ত। অনাবৃত উরু দিয়ে গড়িয়ে পড়ছে গ্ল্যামার।  বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে তাঁর। তাঁর সাহসী ফ্যাশান নিয়ে দিনভরই আলোচনা চলে। অবাক হয়ে যায় নেটজেনরা। কিন্তু ভুলে গেলে চলবে না উরফির মতই আলোচনার বিষয় তাঁর মোট সম্পত্তি। স্পটবয়ই -এর মতে উরফির মোট সম্পত্তির পরিমাণ ৪০-৫৫ লক্ষ টাকা। আরও একটু বুকে হাত দিয়ে বসুন। এবার বলছি উরফি প্রতিটি সিরিয়ালের জন্য পর্ব হিসেবে প্রায় ২৫-৩৫ হাজার টাকা চার্জ নেন। বলিউডে গুঞ্জন উঠতি টিভি স্টারদের মধ্যে উরফি অনেকটাই বেশি পারিশ্রমিক হিসেবে নেন। 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today