বলিউডে পা রাখার পর থেকেই হট লুকে সকলের নজর কেড়েছেন উর্বশী রাউতেলা। প্রথম থেকেই তাঁর পর্দায় উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নেট দুনিয়ায়। বড় পর্দায় মাঝে মধ্যেই তাঁকে দেখা যায়। সম্প্রতি পাগলপন্থি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু বর্তমানে এই অভিনেত্রী আইটেম ডান্সের জন্যই সকলের নজরের কেন্দ্রে অবস্থান করছেন।
ভক্তদের মাঝে উর্বশীর চাহিদা বিস্তর। তাই বছরের প্রথমে দর্শকদের সামনে তাঁকে উপস্থাপনা করার ইচ্ছে প্রকাশ করেছেন ইতিমধ্যেই। তবে অধিকাংশকেই ফিরে আসতে হচ্ছে নিরাশ হয়ে। কারণ অভিনেত্রীর পারিশ্রমিক শোনা মাত্রই চোখ কপালে ওঠার জোগার। একটি সিনেমা করতে বলিউড অভিনেত্রীরা যা পারিশ্রমিক নিয়ে থাকেন মাত্র এক ঘন্টার জন্য তেমনটাই চেয়ে বসলেন উর্বশী।
নিউ ইয়ার পার্টির জন্য উর্বশীর চাহিদা তিন কোটি টাকা। বছরের প্রথম দিনই নগদ এই আয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। যদিও অভিনেত্রী এই নিয়ে মুখ খুললেন না প্রকাশ্যে। বলিউডে নিজের জায়গা পাকা করতে না পাড়লেও তাঁর নাচের মধ্যে দিয়ে যে তিনি সকলের মন জয় করেছেন, তা উর্বশীর পারিশ্রমিকের চাহিদা দেখেই স্পষ্ট বোঝা যায়।