বাবার হাতে চড় খেলেন বরুণ! ফাদার্স ডে-তে এমন কাণ্ড ঘটল কেন

swaralipi dasgupta |  
Published : Jun 16, 2019, 01:39 PM IST
বাবার হাতে চড় খেলেন বরুণ! ফাদার্স ডে-তে এমন কাণ্ড ঘটল কেন

সংক্ষিপ্ত

বলিউডে বাবা-ছেলের সম্পর্কের কথা উঠলেই প্রথমেই উঠে আসে বরুণ ধাওয়ান ও ডেভিড ধাওয়ানের নাম ফাদার্স ডে-তে বাবার হাতে চড় খেলেন অভিনেতা বরুণ ধাওয়ান  আর সেই কথা নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানালেন বরুণ

বলিউডে বাবা-ছেলের সম্পর্কের কথা উঠলেই প্রথমেই উঠে আসে বরুণ ধাওয়ান ও ডেভিড ধাওয়ানের নাম। ফাদার্স ডে-তে বাবার হাতে চড় খেলেন অভিনেতা বরুণ ধাওয়ান। আর সেই কথা নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানালেন বরুণ। 

বরুণ একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন। ভিডিওয় দেখা যাচ্ছে ডেভিড ধাওয়ান চড় মারছেন বরুণকে। তবে পুরোটাই মজার ছলে। ক্যাপশনে লেখেন, বাপ বাপ হোতা হ্যায়। বাবা যখন ভালোবেসে চড় মারেন তখনই সবচেয়ে ভাল লাগে। 

 

 

বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক বরুণের। বলিউডে এ কথা সর্বজনবিদিত। ডেভিড ধাওয়ানের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বরুণ। তার মধ্যে রয়েছে ম্যায় তেরা হিরো, জুড়ুয়া ২। দুটিই বক্স অফিসে ভাল কাজ করেছিল। এই মুহূর্তে বাবা ছেলের জুটি কুলি নম্বর ১ ছবির জন্য ব্যস্ত। এই ছবিটি ২০২০-র ১ মে মুক্তি পাওয়ার কথা। নিজেই সে কথা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন বরুণ। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের কলঙ্ক। করণ জোহর প্রযোজিত এই ছবি বক্স অফিসে তেমন নাম কুড়োতে পারেনি। কিন্তু এই ছবিতে বরুণের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। 
 

PREV
click me!

Recommended Stories

লাল বেনারসিতে মধুমিতা, বাঁধলেন গাঁটছড়া! কেমন লাগছে নব দম্পতিকে?
আদপে কী করেন হিরণের প্রথম স্ত্রী! হিরণের সঙ্গে আলাপই বা হয় কোথায়?