চলে গেলেন শোলে ছবির 'কালিয়া', শোকের ছায়া ভক্তমহলে

Published : Sep 30, 2019, 11:55 AM ISTUpdated : Sep 30, 2019, 12:11 PM IST
চলে গেলেন শোলে ছবির 'কালিয়া', শোকের ছায়া ভক্তমহলে

সংক্ষিপ্ত

বর্ষীয়ান অভিনেতা ভিজু খোটে-র জীবনাবসান হিন্দি সিনেমা জগৎ-এর জনপ্রিয় ছবি শোলে-তে কালিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে ১৯৬৪ সাল থেকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে কাজ করা শুরু করেছিলেন ভিজু শোলে-র পাশাপাশি বহু সিনেমায় দেখা গিয়েছিল অভিনয় করতে। 

বর্ষীয়ান অভিনেতা ভিজু খোটে-র জীবনাবসান। হিন্দি সিনেমা জগৎ-এর জনপ্রিয় ছবি শোলে-তে কালিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। ১৯৬৪ সাল থেকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে কাজ করা শুরু করেছিলেন ভিজু। শোলে-র পাশাপাশি বহু সিনেমায় দেখা গিয়েছিল অভিনয় করতে।

সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও অতি পরিচিত মুখ ভিজু খোটে।

বিষ দেওয়া হয়েছিল লতা মঙ্গেশকরকে, উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য

সোমবার সকালে মুম্বইয়ে নিজের বাড়িতে, মাল্টি অর্গান ফেলইওয়ের কারনেই অভিনেতার মত্যু হয় বলে জানা গিয়েছে। অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতার কারনে ভুগছিলেন তিনি। আত্মীয়রা জানিয়েছেন, তিনি কোনওদিনই হাসপাতালে যাওয়া পছন্দ করতেন না। তাই অসুস্থ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় অভিনেতাকে। আর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগব করেন তিনি।

আন্দাজ আপনা আপনা তে রবার্টের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?