বলিউড কুইন-কে কড়া টক্কর, জয়ললিতার বায়োপিক এবার ওয়েব সিরিজেও

Published : Dec 03, 2019, 06:26 PM ISTUpdated : Dec 03, 2019, 06:28 PM IST
বলিউড কুইন-কে কড়া টক্কর, জয়ললিতার বায়োপিক এবার ওয়েব সিরিজেও

সংক্ষিপ্ত

ওয়েব সিরিজে জয়ললিতা প্রকাশ্যে এল ছবির টিজার কুইন-কে টক্কর দিয়ে মুক্তির পথে কুইন বিতর্ক এড়াতে প্রকাশ্যে এল না জয়ললিতার লুক

সম্প্রতি জয়ললিতার বায়োপিকের খবর ছড়িয়ে পড়েছে বিটাউনে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে থালাইভি ছবির টিজার। সেখানেই দেখা গিয়েছে মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন কঙ্গনা রানওয়াত। সেই ছবির কাজই চলছে এখন পুরো দমে। জয়ললিতার প্রথম লুকও প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। সেই লুক ঘিরে একাধিক প্রশ্নও তুলেছে দর্শকেরা। 

মেকআপ নিয়ে একাধিক প্রশ্নের জেরে বেজায় সরগরম হয়ে উঠেছিল নেট দুনিয়া। কঙ্গনা রানওয়াতকে পরিণত বয়সের জয়ললিতা সাহাতে দিতে হয়েছিল স্টেরয়েড। তবুও নিজের ভূমিকা কিংবা মেকআপ নিয়ে কোনও কথাই বলেননি কুইন। তবে এবার কুইনকেই কড়া টক্কর দিতে ওয়েব সিরিজে আসছে কুইন। বড় পর্দার পাশাপাশি এবার ওয়েব সিরিজে মুক্তি পেতে চলেছে কুইন। 

জয়ললিতার বায়োপিক আসছে এবার ওয়েব সিরিজে, নাম কুইন। মুক্তি পেল সেই ছবিরই টিজার। লুক নিয়ে বিতর্ক এড়াতে টিজারে দেখানোই হল না জয়ললিতার মুখ। ফলে সেফসাইডেই রইল এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজই এখন কড়া টক্করে ফেলতে চলেছে থালাইভিকে। ছোট থেকে শুরু করে জয়ললিতার সম্পূর্ণ জীবনই একই সূত্রে গেঁথে তুলে ধরা হল এই টিজারে। 

 

 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?