বিগ বস সিজন ১৩-এ কি অংশ নিতে চলেছেন জিৎ, রইল সম্ভাব্য প্রতিযোগীদের নাম

Indrani Mukherjee |  
Published : Jun 10, 2019, 12:03 PM ISTUpdated : Jun 10, 2019, 02:02 PM IST
বিগ বস সিজন ১৩-এ কি অংশ নিতে চলেছেন জিৎ, রইল সম্ভাব্য প্রতিযোগীদের নাম

সংক্ষিপ্ত

বিগ বস সিজন ১৩-এ কি অংশ নিতে চলেছেন অভিনেতা জিৎ রইল সম্ভাব্য প্রতিযোগীদের নাম প্রতিযোগীদের তালিকায় রয়েছে চমক প্রকাশিত হয়েছে সম্ভাব্য ১৩ জন প্রতিযোগীর নাম

হিন্দি টেলি জগতে রিয়েলিটি শোগুলি যে একটা বিরাট ভুমিকা পালন করে থাকে, সেকথা বলাই বাহুল্য। জনপ্রিয়তা হোক বা টিআরপি, সব দিক থেকে দর্শক মহলে রিয়েলিটি শো-এর প্রতি একটা বিশেষ ভাললাগা রয়েছে।  হিন্দি টেলি জগতে এমনই এক জনপ্রিয় রিয়েলিটি শো হল বিগ বস। আর এবার বিগ বস সিজন ১৩-এর সম্ভাব্য প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়েছে। 

সূত্রের খবর,  প্রায় ২৩জন নামী-দামি সেলিব্রিটির কাছে বিগ বস-এ অংশ নেওয়ার কথা বলা হয়েছে, এর মধ্যে সম্ভাব্য ১৩ জন প্রতিযোগী ৩০ জুলাই-এর পর এই শো-এর প্রতিযোগী তালিকায় নাম স্বাক্ষর করবেন বলে জানা গিয়েছে। প্রকাশিত এই তালিকায় থাকা অনেক সেলিব্রিটিই বিগ বস ১৩-এ তাঁদের যোগদানের কথা অস্বীকারও করেছেন। মনে করা হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কনট্রাক্ট থাকার কারণেই এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না কেউই। 

চলে গেলেন এক মহীরুহ, গিরিশ স্মরণে চলচ্চিত্র জগত

সলমন খানও যে আরও একবার সঞ্চালকের ভুমিকায় আসতে চলেছেন তা তাঁর টুইটারের পোস্ট থেকেউ স্পষ্ট। অভিনেত্রী জারিন খান থাকতে পারে এবারের বিগ বসে এমনটাই শোনা গিয়েছিল। তবে সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে বিগ বস সিজন ১৩-এ তিনি অংশ নিচ্ছেন না। তবে টলি অভিনেতা জিৎ-এর বিগ বসে অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে জোড় গুঞ্জন। যদিও নায়ককের পক্ষ থেকে এখনও কোনও কিছু খোলসা করে জানানো হয়নি। এর আগে বিগ বস বাংলায় সঞ্চালকের ভুমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর এবার হিিন্দ বিগ বস-এ তাঁকে প্রতিযোগী হিসাবে দেখা যাবে কি না তা সময়ই বলবে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার