প্রথমার্ধে বল পজিশনে এটিকে মোহনবাগানকে টেক্কা কেরালার, খেলার ফল ০-০

Published : Nov 20, 2020, 08:27 PM ISTUpdated : Nov 20, 2020, 09:01 PM IST
প্রথমার্ধে বল পজিশনে এটিকে মোহনবাগানকে টেক্কা কেরালার, খেলার ফল ০-০

সংক্ষিপ্ত

শুরু হয়ে  গেল আইএসলের নতুন মরসুম প্রথম ম্যাচে কেরালার সামনে এটিকে মোহনবাগান প্রথমার্ধে রক্ষণ সামলে আক্রমণে যায় দুই দল খেলার প্রথমার্ধের ফলাফল ০-০  

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল ইন্ডিয়ান সুপার লিগের ২০২০-২১ মরসুম। করোনা আবহে এবারের আইএসএলে জাঁকজমকপূর্ণ পূর্ণ উদ্বোধন অনুষ্ঠান হয়নি। দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে এবারের খেলা। ৩-৫-২ ছকে দল নামান এটিকে মোহনবাগান কোচ অ্যান্তেনিও লোপেজ হাবাস। গার্সিয়া ওরয় কৃষ্ণাকে সামনে রাখেন তিনি। অপরদিকে ৪-২-৩-১ ছকে দল নামান কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনা। একমাত্র স্ট্রাইকার হুপারকেই সামনে রাখেন তিনি।

ম্যাচের প্রথমার্ধ থেকেই টান টান উত্তেজনায় শুরু হয় খেলা। খাতায় কলমে হাবাসের এটিকে মোহনবাগান দল শক্তিশালী হলেও, সমানে সমানে টক্কর দেয় কিবু ভিকুনার দল। প্রথম ম্যাচ হওয়ায় দুই দলই একটু সাবধানীভাবে শুরু করে। রক্ষণ সামলে আক্রমণে যায় দুই দল। এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স দুই দলই গোলের সামনে কয়েকটি সুযোগ তৈরি করলেও, গোলের মুখ খুলতে সমর্থ হয়নি কেউই। দুই দলের রক্ষণের তৎপরপতায় জালে জড়ায়নি বল। 

ম্যাচের প্রথমার্ধে কিন্তু এটিকে মোহনবাগানের থেকে অনেক বেশি বল পজিশন নিজেদের দখলে রেখেছে কেরালা ব্লাস্টার্স। ৭০ শতাংশ বলের দখল রেখেছে কিবু ভিকুনার দল। অপরদিকে হাবাসের দলে বল দখল রেখেছে মাত্র ৩০ শতাংশ। গোল মুখী শটের ক্ষেত্রে অবশ্য একটু এগিয়ে রয়েছে সবুজ মেরুণ শিবির। ৫টি শট নিয়েছে এটিকে এমবি ও ৪টি শট নিয়ে কেরালা। দুটি হলুদ কার্ডও দেখতে হয়েছে হাবাসের দলকে। প্রথমমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা
শতদ্র দত্তর সঙ্গে যোগ থাকার অভিযোগ, লালবাজারের দ্বারস্থ সৌরভ, ৫০ কোটি টাকার মানহানির মামলা