তৈরি স্বদেশি স্কোয়াড, সপ্তম বিদেশি হিসাবে একাধিক স্ট্রাইকারকে নিয়ে আলোচনা লাল হলুদ শিবিরে

• যুদ্ধকালীন প্রস্তুতিতে দল গঠনের কাজ প্রায় সম্পূর্ণ ইস্টবেঙ্গলের
• কালই ঘোষণা হয়েছে সম্পূর্ণ ভারতীয় ব্রিগেড
• দ্রুত সপ্তম বিদেশি নিশ্চিতের পথে হাঁটছে লাল হলুদ শিবির
• সপ্তম বিদেশি হিসাবে একজন স্ট্রাইকারকে চাইছেন ফাউলার

 বাকি আইএসএল দলগুলির চেয়ে অনেক কম সময়ে দল গড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে। তাই প্রায়ই কোনও না কোনও নতুন বিদেশী ফুটবলারকে সই করানোর খবর পাওয়া যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল শিবির থেকে। আয়ারল্যান্ড ও ওয়েলশ থেকে বিদেশি নিয়োগের পর এ বার স্কটল্যান্ড ও জার্মানি থেকেও তারকাদের তুলে আনছে লাল-হলুদ ব্রিগেড। ভাল ফুটবলার আনার জন্য তারা পৌঁছে গিয়েছে সুদূর কঙ্গো রিপাবলিকেও। টট‍্যেনহ‍্যাম একাডেমি থেকে উঠে আসা বার্মিংহাম সিটির প্রাক্তন তারকা জাক মাঘোমাকে সই করিয়ে নিয়েছে হিরো আইএসএলে প্রথম নামতে চলা কলকাতার দল। স্কটিশ ডিফেন্ডার ড্যানি ফক্স ও জার্মান মিডফিল্ডার ভিল ম্যাটি স্টাইনমানও সি করেছে লাল হলুদ শিবিরে। 

Latest Videos

এরমধ্যেই কাল ইস্টবেঙ্গলের স্বদেশী স্কোয়াড ঘোষণা হয়েছে। দলে রয়েছেন ভারতীয় ফুটবলের দুই অভিজ্ঞ ফরোয়ার্ড জেজে ও বলবন্ত সিং। দলে রয়েছেন মোট ৭ জন বাঙালি ফুটবলার। তাদের মধ্যে তিনজনই গোলকিপার। এরা হলেন গতবছর মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা শঙ্কর, জামশেদপুর এফসি থেকে আসা রফিক আলী সর্দার ও প্রাক্তন এটিকে গোলকিপার দেবজিৎ মজুমদার। বাকি চারজন বা বাঙালি হলেন রাইট ব্যাক সামাদ আলী মল্লিক, লেফট ব্যাক নারায়ণ দাস, সেন্ট্রাল ডিফেন্ডার রানা ঘরামী ও একসময় স্ট্রাইকার কিন্তু পরবর্তীতে মিডফিল্ডার হিসাবে খেলা মহম্মদ রফিক। 

ইস্টবেঙ্গলের স্বদেশী খেলোয়াড় নিয়োগের ব্যাপারটি দেখছেন রেনেডি সিং। ইস্টবেঙ্গলের যে সমস্ত ফুটবলারদের আইএসএলের স্কোয়াডে রাখা হয়নি তাদের অন্য ক্লাব খুঁজতে বলা হয়েছে। কোন ব্যবস্থা না হলে তাদের রিজার্ভ দলের অংশ করে নেওয়া হবে বলে জানানো হয়েছে। অপরদিকে জটিলতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি নিয়ে। অ্যান্থনি স্টোকস তার বান্ধবীর সাথে জড়িয়ে রয়েছেন কিছু আইনি সমস্যায়। তাই তার লাল হলুদে আসার সম্ভাবনা কার্যত নেই। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নতুন করে সপ্তম বিদেশি নিশ্চিত করার কাজ। সূত্র মারফত খবর এই সপ্তম বিদেশি হতে পারেন একজন নিখুঁত নম্বর নাইন। এর মধ্যেই উঠে উরুগুয়ের ইগ্নাজিও রামিরেজের নাম। তবে তার সঙ্গে আরও অনেকগুলি নাম নিয়েও ভেবে দেখছেন রবি ফাউলাররা। ২ দিনের মধ্যে নতুন বিদেশি ঘোষণা হয়ে যাবে বলেই খবর।

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul