প্র্যাকটিসে বিশ্বমানের গোল করে রবি ফাওলারের, অবাক চোখে দেখলেন ইস্টবেঙ্গল প্লেয়াররা


• পুরোদমে ডার্বির প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গল শিবিরে
• প্র্যাকটিসে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন রবি ফাওলার
• বিশ্বমানের গোল করে প্র্যাকটিসে তাক লাগিয়ে দেন তিনি আজ 
• কোচের দক্ষতায় অবাক ইস্টবেঙ্গল ফুটবলার থেকে শুরু করে সমর্থকরাও
 

আজ দুপুরে ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশ্যে আসার পরেই মুগ্ধতা ছড়িয়ে পড়ে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। ভিডিও দেখার পর, লাল-হলুদ সমর্থকরা রবি ফাওলারের কাছে তাদের সপ্তম বিদেশি হিসাবে, হয়ে মাঠে নামার জন্য অনুরোধ করেও বসলেন। এদিন লাল-হলুদের অনুশীলনে একটি বিশ্বমানের গোল করলেন লাল-হলুদ কোচ রবি ফাওলার। গোলটি প্রকাশ্যে আসার পরেই,সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।এরপরেই লাল-হলুদ সমর্থকদের মনের অন্দরমহলে জায়গা করে নেয় রবি ফাওলারের বা পায়ের অনবদ্য শটে দূরপাল্লার এই গোলটি। 

২৮ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায়, ইস্টবেঙ্গল গোলরক্ষকদের অনুশীলন চলাকালীন,লাল-হলুদেরই একটি ফুটবলার দুরপাল্লার শট নেন। গোল লাইনের সামনে থাকা গোলরক্ষক সেটি বাঁচিয়ে দিলে ফিরতি বলে ফের নেওয়া সেই ফুটবলারের শট বারে লেগে লাল-হলুদ ছিটকে চলে আসে রবি ফাওলারের সামনে। বলটিকে আসতে দেখেই সেটাকে না থামিয়ে বাঁ পায়ের ইনস্টেপে গোল লক্ষ্য করে দুরপাল্লার শট নেন লিভারপুলের এই কিংবদন্তি প্রাক্তন তারকা ফুটবলার৷ গোলপোস্টের বাঁ দিকের টপ কর্নার দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোলরক্ষকের কাছে বলটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিলই না। এরপর ইস্টবেঙ্গলের সহকারী কোচ গ্রান্টকেও দূরপাল্লার শটে গোলকিপারদের পরাস্ত করতে দেখা যায়। 

Latest Videos

&

 

নিজের কেরিয়ারে এককম দর্শনীয় গোল অবশ্য প্রচুর করেছেন ৪৫ বছর বয়সী লিভারপুল কিংবদন্তি। ইংলিশ প্রিমিয়ার লিগের বড় বড় ক্লাবের হয়ে গোল করেছেন তিনি। শুধুমাত্র তাই নয়, বেশ কয়েকটি ক্ষেত্রে এই গোলগুলি তার দলের জয় নিশ্চিত করেছে। লিভারপুল, লিডস ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির,পার্থ গ্লোরির মতো সব বড় ক্লাবের হয়েই মাঠে নেমে গোল করেছেন রবি ফাওলার।তবে শুধু লাল-হলুদ সমর্থকেরাই নয়, সবুজ-মেরুন সমর্থকেরাও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কোচের গোল দেখে মুগ্ধ হয়েছেন। এখন দেখার কোচদের দেখে ২৭ তারিখ এটিকে মোহনবাগানকে একইরকম সমস্যায় ফেলতে পারেন কিনা ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee