হৃদরোগে আক্রান্ত কিংবদন্তি ফুটবলার মজিত বাসকার, শোকের ছায়া ইস্টবেঙ্গলে

  •  হৃদরোগে আক্রান্ত ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার মজিত বাসকার 
  •   তিনি ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন 
  • জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে তিনি  হৃদরোগে আক্রান্ত হয়েছেন 
  •  উল্লেখ্য, ৮০-র দশকের সেরা যুগল বন্দি জামসেদ নাশিরি ও মজিত বাসকার 

Asianet News Bangla | Published : Oct 3, 2020 1:51 AM IST / Updated: Oct 03 2020, 07:31 AM IST

 হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার মজিত বাসকার। সূত্রের খবর, তিনি ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন। জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে তিনি  হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

 

আরও পড়ুন, আইপিএলে টানা তৃতীয় হার সিএসকের, ৭ রানে ম্য়াচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ


ফুটবলার মজিত বাসকারের ম্য়ানেজার জানিয়েছেন,ইরানের খোরামশায়ারের হাসপাতালে ভর্তির পর প্রথম অবস্থা আশঙ্কা জনকই ছিল। তবে এখন তিনি ধীরেধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। বার্ধক্য জনিত কারনেই তিনি নানা অসুস্থতায় ভুগছেন। উল্লেখ্য, ৮০ এর দশকে জামসেদ নাশিরি এবং  মজিত বাসকার যুগল বন্দি দেখতে লোকে নাওয়া খাওয়া ভূলে যেত। ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

আরও পড়ুন, চেন্নাই বনাম হায়দরাবাদ ম্য়াচে কারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য,জেনে নিন এক ঝলকে

অপরদিকে, গতবছর ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে ইরানের খোরামশায়ার থেকে কলকাতায় এসে যোগদান করেছিলেন, ফুটবলার মজিত বাসকার। ৬৪ বছরের এই কিংবদন্তির অসুস্থের খবরে তাই নেমেছে শোকের ছায়া। তাঁর ভক্তরা সবাই শুভকামনায় রয়েছেন।

 

Share this article
click me!