প্রয়াত আশির দশকের নামী ডিফেন্ডার সত্যজিৎ ঘোষ, শোকের ছায়া ফুটবলমহলে

Published : Nov 09, 2020, 04:03 PM IST
প্রয়াত আশির দশকের নামী ডিফেন্ডার সত্যজিৎ ঘোষ, শোকের ছায়া ফুটবলমহলে

সংক্ষিপ্ত

আশির দশকে ময়দানের পরিচিত মুখ ছিলেন তিনি প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ টানা পাঁচ বছর খেলেছেন সবুজ-মেরুন জার্সিতে নেহেরু কাপে জাতীয় দলে সদস্য ছিলেন সত্যজিৎ

খেলোয়াড় জীবনের অবলীলায় আটকে দিয়েছেন চিমা, এমেকা, মজিদ বাসকারের মতো স্ট্রাইকারদের। কিন্তু শেষপর্যন্ত হার মানতে হল মৃত্যুর কাছে। অকালে চলে গেলেন আশির দশকের নামী ডিফেন্ডার সত্যজিৎ ঘোষ। বয়স হয়েছিল ৬২ বছর। রেখে গেলেন স্ত্রী, মেয়ে ও জামাইকে। শোকের ছায়া ফুটবলমহলে।

কলকাতা ময়দানে সুব্রত ভট্টাচার্য, মানস ভট্টাচার্যের সমসাময়িক ছিলেন তিনি। হুগলির ব্যান্ডেলে থাকতেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ। পরিবারের লোকেরা জানিয়েছেন, সোমবার সকালে বাড়িতে পড়ে যান তিনি এবং প্রায় সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হন। চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান সত্যজিৎ।

 

১৯৮২ থেকে ১৯৮৬। টানা পাঁচ বছর খেলেছেন মোহনবাগানে। সবুজ-মেরুন রক্ষণে সুব্রত ভট্টাচার্যের পাশে সত্যজিৎ ঘোষের দাপটও কিছু কম ছিল না। এই সময়ে জাতীয় দলেও খেলার সুযোগ পান তিনি। ১৯৮৫ সালে নেহেরু কাপে চিরিচ মিলোভানের দলেও ছিলেন সত্যজিৎ। তবে চোটের কারণে শেষের দিকে আর সেভাবে খেলতে পারেননি, নব্বই-এর ফের মোহনবাগানে ফিরে তিনি ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। বছর দুয়েক রেলে চাকরি থেকে অবসর নেন প্রাক্তন এই ফুটবলার, তারপর থেকে শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না বলে জানা গিয়েছে। 

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনাল: নেপালের ক্লাবকে উড়িয়ে ইতিহাসে ইস্টবেঙ্গল
বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর