ফিফা ক্রমতালিকা - শীর্ষে বেলজিয়ামই, কিংস কাপে তৃতীয় হয়ে ভারত কী উঠল

Published : Jun 15, 2019, 03:38 AM IST
ফিফা ক্রমতালিকা - শীর্ষে বেলজিয়ামই, কিংস কাপে তৃতীয় হয়ে ভারত কী উঠল

সংক্ষিপ্ত

প্রকাশিত হল ফিফার সাম্প্রতিকতম বিশ্ব ক্রমতালিকা শীর্ষে রয়েছে বেলজিয়াম কিংস কাপে ভারত তৃতীয় স্থান অধিকার করেছে তারপরেও ১০১-তম স্থানেই আটকে আছে  

প্রকাশিত হল ফিফার সাম্প্রতিকতম বিশ্ব ক্রমতালিকা। এশিয়া কাপের পরাজয়ের গ্লানি কাটিয়ে কিংস কাপে নতুন কোচ স্টিমাচের অধীনে তৃতীয় স্থান অধিকার করেছেন সুনিল ছেত্রীরা। এরপর মনে করা হয়েছিল ফিফা ক্রমতালিকায় ফের ১০০-এর মধ্যে ঢুকে পড়বে ভারত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ১০১ তম স্থানেই আটকে আছে ব্লু টাইগার্সরা। রেটিং পয়েন্ট সেই ১২১৯। এশিয় দেশগুলির মধ্যে ভারতের স্থান এই মুহূর্তে ১৮।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে প্রায় দেড় বছর ভারত ফিফার প্রথম ১০০টি দেশের মধ্যে ছিল। প্রথম ম্যাচে থাইল্য়ান্ডকে হারিয়ে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট ভুলের খেসারত দিতে হয় ভারতকে। শেষ পর্যন্ত গ্রুপ থেকেই বিদায় নেয়। তখনই প্রথম ১০০টি দেশের থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় ফুটবল দল।

ফিফা ক্রমতালিকার প্রতম পাঁচটি দেশের মধ্যে অল্পই বদল হয়েছে। সম্প্রতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে পর্তুগাল। তাই দুই ধাপ এগিয়ে তারা আপাতত রয়েছে পাঁচ নম্বরে। ফ্রান্স বিশ্বচ্যাম্পিয় হলেও এই মুহূর্তে তারা কিন্তু ফিফা ক্রমতালিকার শীর্ষে নেই। এক নম্বরে রয়ে গিয়েছে লুকাকুদের বেলজিয়ামই।

একনজরে সাম্প্রতিকতম ফিফা ক্রমতালিকা -

১. বেলজিয়াম

২. ফ্রান্স

৩. ব্রাজিল

৪. ইংল্যান্ড
 
৫. পর্তুগাল
.
.
.
.
১০১. ভারত

 

PREV
click me!

Recommended Stories

Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?
UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ