একটানা ৩ দিন ধরে জ্বর না কমায় চিকিৎসকরা রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন সুব্রত ভট্টাচার্যকে। রক্ত পরীক্ষার রিপোর্টেই তাঁর ডেঙ্গি ধরা পড়ে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সুব্রত ভট্টাচার্য। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন প্রাক্তন ফুটবলার। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। একটানা ৩ দিন ধরে জ্বর না কমায় চিকিৎসকরা রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন সুব্রত ভট্টাচার্যকে। রক্ত পরীক্ষার রিপোর্টেই তাঁর ডেঙ্গি ধরা পড়ে।
হাসপাতালের চিকিৎসকেরা সুব্রতর বেশ কয়েকটি পরীক্ষা করিয়েছেন। ১৯ অক্টোবর, বুধবার সেগুলির রিপোর্ট আসবে বলে জানা গেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তাঁর চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। অন্যান্য সমস্ত রোগীদের থেকে সুব্রতকে আলাদা করে রাখা হয়েছে। ১৬ অক্টোবর, মঙ্গলবার, তাঁর ছেলে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘আজই বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’’
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি চিকিৎসার নিয়ম মেনে মোহনবাগানের প্রাক্তন কোচ ও ফুটবলারের চিকিৎসা চলছে। শারীরিক তেমন সমস্যা না থাকলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর প্লেটলেট কাউন্ট বর্তমানে রয়েছে ৬০ হাজার। ইস্টবেঙ্গলেও কোচিং করিয়েছেন সুব্রত। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার সফল কোচও। পারিবারিক সম্পর্কে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী তাঁর জামাই। অভিজ্ঞ প্রশিক্ষক সুব্রত ভট্টাচার্যের অসুস্থতার খবরে বেশ উদ্বিগ্ন বাংলার ফুটবল মহল।
আরও পড়ুন-
রাতের অন্ধকারে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে উঠে পড়ল ডাকাতের দল, দুরন্ত এক্সপ্রেসে আতঙ্কে যাত্রীরা
কালীপুজোর পরেই দেশ জুড়ে আবার লকডাউন? চিন থেকে ফের ভারতে ঢুকে পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট
ধর্ষকরা ভালো আচরণ করলেই জেল থেকে মুক্তি? সুপ্রিম কোর্টে বিলকিস বানোর ধর্ষণকাণ্ডে সাফাই দিল গুজরাত সরকার