• আজ থেকে শুরু ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ
• মুখোমুখি হচ্ছে কেরালা এবং এটিকে মোহনবাগান
• শেষ ছয় বারের সাক্ষাতে এটিকের বিরুদ্ধে হারেনি কেরালা
• রয় কৃষ্ণা ও গ্যারি হুপারকে মুখোমুখি দেখতে মুখিয়ে ফুটবল ভক্তরা
এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করছিল ভারতীয় ফুটবল প্রেমীরা। অবশেষে শুক্রবার শুরু হতে চলেছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ। কেরালা ব্লাস্টার্স ও এটিকে মোহনবাগানের মধ্যে ম্যাচ দিয়ে চলতি আইএসএলের সূচনা হচ্ছে। আইএসএলে প্রথম বার দেখা যাবে সবুজ-মেরুন রং। আইএসএলের সবথেকে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি তিন বারের চ্যাম্পিয়ন এটিকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে মাঠে নামছে সবুজ-মেরুন শিবির। এটিকে কর্তাদের কথা অনুযায়ী শতাব্দী প্রাচীন ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, আবেগ অটুট রেখেই শুক্রবার গোয়ার মাঠে ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক ঘটছে সবুজ-মেরুনের।
অপরদিকে নতুন সেটআপ সহ নামছে। তাদের দায়িত্ব নিয়েছেন গতবার মোহনবাগানকে আই লিগ জেতানো ম্যানেজার, কিবু ভিকুনা। গতবারের তারকা স্ট্রাইকার বার্থেলেমিউ ওগবোচে দল ছেড়েছেন। তার বদলে ওয়েলিংটন ফনিক্সের তারকা স্ট্রাইকার গ্যারি হুপারকে দলে নিয়েছে নীল-হলুদ ব্রিগেড। এছাড়া রয়েছে নিশু কুমার, সাহাল আব্দুল সামাদের মতো তরুণ ভারতীয় তারকারা। শেষ ছয়টি ম্যাচে এটিকের কাছে হারেনি তারা। এবছর এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে চান তারা। অপরদিকে রয় কৃষ্ণা, প্রবীর দাস-রা চাইবেন হিসেব বদলাতে। পুরোনো দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে মরিয়া থাকবেন সন্দেশ ঝিঙ্গানও।
দুই দলের কোচ প্রথম একাদশ নামাবেন বেশ কয়েকটি ব্যাপার মাথায় রেখে। সম্ভাব্য একাদশ নীচে উল্লেখ করা হল।
এটিকে মোহনবাগান-
অরিন্দম ভট্টাচার্য্য, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রবীর দাস, সুসাইরাজ, কার্ল ম্যাকহাগ, প্রণয় হালদার, জাভি হার্নান্দেজ, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা
কেরালা ব্লাস্টার্স-
অ্যালবিনো গোমস, নিশু কুমার, বাঁকারী কোন, কোস্তা, জেসেল কারনেইরো, ভিসেন্তে গোমেজ, জ্যাকসন সিং, সাহাল আব্দুল সামাদ, ফাকুন্দো আবেল, রাহুল কেপি, গ্যারি হুপার