শেষ কৃত্যের সময় পাওলো রোসির বাড়িতে ডাকাতি, ক্ষোভ কিংবদন্তীর অনুগামীদের মধ্যে

  • গত বৃহস্পতিবার প্রয়াত হন বিশ্বজয়ী ফুটবলার পাওলো রোসি
  • শনিবার শেষকৃত্য সম্পন্ন হয় ইকালির কিংবদন্তী প্লেয়ারের
  • শেষকৃত্য থেকে বাড়ি ফিরে ঘরের দরজা ভাঙা দেখেন রোসির স্ত্রী
  • রোসির বাড়িতে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস
     

ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক প্রয়াত পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতির ঘটনা ঘটল তাঁর বাড়িতে। এই ঘটনায় স্বভাবতই ক্ষোভ ছড়িয়েছে ইতালির কিংবদন্তী ফুটবল প্লেয়ারের ভক্তদের মধ্যেই। গত বৃহস্পতিবার প্রয়াত হন পাওলো রোসি। দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকাপ পর অবশেষে শেষে নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। শনিবার তাঁর শেষকৃত্য হয় ভেনিস থেকে ৬০ কিলোমিটার দূরে ভিসেনজায়। তার শেষকৃত্যে করোনার ভয় উপেক্ষা করে যোগ দেন হাজারো ভক্তরা। 

Latest Videos

পাওলো রোসির স্ত্রী ফেডেরিকা কাপেলেত্তির বয়ান অনুযায়ী, শেষকৃত্য পালন করে ফেরার পর তিনি দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা। ঘরের ভিতরে সবকিছু তছনছ করা। জানা গিয়ে একাধিক মূল্যবান জিনিস চুরি গিয়েছে পাওলো রোসির। সেই তালিকায় রয়েছে, পাওলো রোসির ঘড়ি সহ একাধিক মূল্যবান দ্রব্য সামগ্রী। বেশ কিছু নগদও চুরি গিয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় ইতিমধ্য়েই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

রোসি দেশের হয়ে ৪৮টি ম্যাচে ২০টি গোল করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১৪ ম্য়াচে ৯ গোল। জুভেন্টাস এবং এসি মিলানের প্রাক্তন এই স্ট্রাইকার নিজের ক্লাব কেরিয়ারে ৩৩৮টি ম্যাচে ১৩৪টি গোল করেছেন রোসি। ১৯৮২ বিশ্বকাপে রোসি দুরন্ত পারফরমেন্সের সৌজন্যেই বিশ্বজয় করেছিল ইতালি। প্রতিযোগিতায় ৬টি গোল করার পাশাপাশি বিশ্বকাপ, সোনার বুট, সোনার বলে জেতার নজির গড়েছিলেন রোসি। জিতেছিলেন ব্যালন ডি অরও। রোসির শেষকৃত্যের সময় তাঁর বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রোসির ভক্তরা।

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya