প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেললেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, ইতিহাসের পাতায় মনীষা কল্যাণ

ফের ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতীয় মহিলা ফুটবল (Indian Footballer) দলের টারকা স্ট্রাইকার মনীষা কল্যান। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগে (UEFA Champions League) মাঠে নামলেন তিনি।
 

একদিকে যেখানে ফিফার নির্বাসনের ফলে সমস্যায় ভারতীয় ফুটবল। নির্বাসন ওঠানোর সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। ঠিক তখনও অন্যদিকে অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ফুটবল দলের তারকা প্লেয়ার  মনীষা কল্যাণ। ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেললেন মনীষা।  এর ফলে তৈরি হল নয়াা ইতিহাসষ কারণ শুধু মহিলা ফুটবলার নয়, ভারতের কোনও পুরুষ ফুটবলারেরও এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সৌভাগ্য হয়নি। ফলে ভারতের মধ্যে নারী-পুরুষ নির্বিশেষে সব ফুটবলারদের মধ্যে এই বিরল কৃতিত্ব গড়লেন মনীষা কল্যাণ।  ভারতীয় তারকা স্ট্রাইকারের এহেন কৃতিত্বে গর্বিত ফুটবল প্রেমি থেকে গোটা দেশ।

 

Latest Videos

 

ভারতীয় মহিলা ফুটবলারের ইতিহাস-
মনীষা গোকুলাম কেরালা এফসি থেকে  সই করেছিলেন সাইপ্রাসের এনগমির অ্যাপোলন লেডিজ এফসিতে। উয়েফা চ্য়ানম্পিয়ন্স লিগের ক্লাবে সউ করে নজির গড়েছিলেন  মনীষা।  তবে এতদিন মাঠে নামা হয়নি। বৃহস্পতিবার উয়েফা মহিলা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপোলন লেডিজ এফসির ম্যাচ ছিল লাটভিয়ার প্রথম সারির ক্লাব এসএফকে রিগার বিরুদ্ধে। অ্যাপোলন ম্যাচ জেতে ৩-০ গোলে। এই ম্যাচেই ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন মনীষা। সেই মুহূর্তেই রচিত হয় নয়া ইতিহাস। এর আগে কোনও ভারতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার সুযোগ পাননি। মারিলেনা জর্জিউয়ের বিরুদ্ধে যখন মণীষা নামেন, তখন দল ২-০ এগিয়েছিল। আপোলনের হয়ে তৃতীয় গোল করেন এলশাদাই আচিমপং। ঘটনাচক্রে, এই এলশাদাই গোকুলম কেরলের হয়ে আগে খেলেছেন মণীষার সঙ্গে। ফলে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্য়াচে মাঠে নামা ও জয় দিয়ে তা স্মরণীয় করে রাখতে পেরে খুশি মনীষা কল্যাণও।

 

 

অ্যাথলিট থেকে ফুটবলার হওয়া-
মনীষা কল্যাণের জন্ম ২০০১ সালের ২৭ নভেম্বর পাঞ্জাবের হোশিয়ারপুরে। প্রথমদিকে অ্যাথলেটিক্সের দিকে ঝোঁক ছিল মনীষার। স্কুলের পিটি টিচারের পরামর্শে ১৩ বছর বয়স থেকে শুরু করেন ফুটবল খেলা। তারপর আর পছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ইন্ডিয়ান উইমেন্স লিগে গোকুলামের হয়ে ২০১৯-২০ মরশুমে দারুণ ফুটবল খেলার সুবাদে মনীষা জাতীয় দলের শিবিরে ডাক পান ২০১৯ সালে। তাঁর নেতৃত্বে গোকুলাম ইন্ডিয়ান উইমেন্স লিগ খেতাব জেতে। ব্রিকস কাপে ভারতের মেয়েদের অনূর্ধ্ব ১৭ দলকে নেতৃত্বও দেন মনীষা। ২০২১-২২ মরশুমে এআইএফএফের বিচারে বর্ষসেরা ফুটবলার হওয়ার আগে ২০২০-২১ মরশুমে বর্ষসেরা ইমার্জিং মহিলা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে গোল করার নজিরটিও রয়েছে তাঁরই দখলে। আগামি দিনেও দেশকে আরও গর্বিত করাই লক্ষ্য মনীষা কল্যানের।

Share this article
click me!

Latest Videos

Live: বেলডাঙ্গা যাওয়ার পথে আটক সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
সুকান্তকে বেলেডাঙা যেতেই দিল না পুলিশ! আটক করে নিয়ে গেল থানায় | Sukanta Majumdar | Beldanga News
‘পুলিশের বন্দুক কী অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য রাখা হয়েছে!’ সুকান্তর চরম তুলোধোনা মমতাকে
'নামেই পুলিশমন্ত্রী মমতা, অভিষেক পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন' বিস্ফোরক Suvendu Adhikari | BJP
চমকে উঠবেন! বেলডাঙায় যা হয়েছে সব ফাঁস করলেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari | Beldanga