রাশি অনুযায়ী কেমন থাকে সাড়ে সাতি ফল, কোন সময়ে শুরু হয় সবথেকে খারাপ প্রভাব

 শনির সাড়ে সাতি দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়। রাশিচক্রে শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। আর এই সাড়ে সাত বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির 'সাড়ে সাতি' বলা হয়। শনির সাড়ে সাতির প্রভাবের ফলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখিণ হতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে, সাড়ে সাতি জন্ম কুণ্ডলিতে তিনবার ফিরে আসে। প্রথমবার শিক্ষায় সমস্যা সৃষ্টি করে। দ্বিতীয়বার জীবিকা ও অর্থ সংকটের সমস্যার সৃষ্টি করে। আর তৃতীয় বার স্বাস্থ্য এবং গুরুজনদের মৃত্যু অবধি এনে দিতে পারে এই সাড়ে সাতি দশা। রাশি অনুয়ায়ী বিশেষ কিছু সময়েই শনির সাড়ে সাতি প্রভাবে সবচেয়ে বেশি খারাপ ফল দেয়। রাশি অনুযায়ী জেনে নেওয়া যাক সেই সময়গুলি।

deblina dey | Published : Mar 28, 2020 4:41 AM IST / Updated: Mar 28 2020, 11:08 AM IST
112
রাশি অনুযায়ী কেমন থাকে সাড়ে সাতি ফল, কোন সময়ে শুরু হয় সবথেকে খারাপ প্রভাব
মেষ রাশির জাতক-জাতিকাদের মাঝের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
212
বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
312
মিথুন রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
412
কর্কট রাশির জাতক-জাতিকাদের মাঝের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
512
সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
612
কন্যা রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
712
তুলা রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
812
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
912
ধনু রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
1012
মকর রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
1112
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
1212
মীন রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
Share this Photo Gallery
click me!

Latest Videos