কোন পেশা আপনার জন্য উপযুক্ত, জেনে নিন রাশি অনুয়ায়ী

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। তবে অনেকেই আছেন যারা এই শ্রাস্ত্রকে বিশ্বাস করেন না। তবে বিশ্বাস হোক বা না হোক রাশি অনুযায়ী দেখে নেওয়া যাক কোন রাশি কোন পেশার জন্য উপযুক্ত। পাশাপাশি আপনি সঠিক পেশায় আছেন কী না তা দেখে নিন

deblina dey | Published : Apr 27, 2020 5:38 AM IST
112
কোন পেশা আপনার জন্য উপযুক্ত, জেনে নিন রাশি অনুয়ায়ী


মেষ— এই রাশির জাতক-জাতিকার খুব সাহসী হয়। এই রাশির জন্য প্রশাসনিক বিভাগ উপযুক্ত।

212

বৃষ— এই রাশির জাতক-জাতিকার খুব হিসেবি হয়। এই রাশির শিক্ষা ও জীবিকা দুই অ্যাকাউন্টস বিভাগেই হওয়া উচিৎ।

312

মিথুন— এই রাশির জন্য উপযুক্ত বিভাগ হল  টেকনিক্যাল  বা অপারেটিং বিভাগ। এই বিভাগীয় যে কোনও বিষয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশিগুলির।

412

কর্কট— এই রাশির জাতক-জাতিকাদের সমাজসেবা মূলক যে কোনও কাজেই সাফল্য বা জনপ্রিয় হওয়ার সম্ভাবনা থাকে।

512

সিংহ— এই রাশির জাতক-জাতিকারা সৃজনশীল। যে কোনও ক্রিয়েটিভ বিভাগই এই রাশির জন্য উপযুক্ত। নিজের সৃজনশীলতা কাজে লাগাতে পারলে জীবনে উন্নতি হবে দ্রুত।

612

কন্যা— এই রাশির উপযুক্ত পেশা হল সাহিত্যিক বা সাংবাদিক। এদের মধ্যে লেখকের গুণ রয়েছে। তবে এই রাশি শিক্ষকতা জীবনে পেশা হিসেবে বেছে নিতে পারেন।

712

তুলা— এই রাশির জাতক-জাতিকারা শিল্পী। তাই আর্টিস্টিক যে কোনও বিভাগেই এরা সফলতা লাভ করতে পারবেন। তবে নৃত্যশিল্পী হিসেবে এরা বেশি উন্নতি করতে পারবেন।

812

বৃশ্চিক— এই রাশির উপযুক্ত বিষয় হল গবেষণা। বিশেষ করে বিজ্ঞান হল এদের কাজের জায়গা। এই বিভাগ এই রাশির জন্য উপযুক্ত।

912

ধনু— এই রাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী। তাই এই রাশির জাতক-জাতিকারা একাধিক বিভাগেই নিজেদের কর্মদক্ষতায় উন্নতি করে থাকেন।

1012


মকর— এই রাশির উপযুক্ত বিভাগ হল ব্যাঙ্ক। ব্যঙ্কের যে কোনও বিভাগে কাজ এই রাশির জন্য উপযুক্ত।

1112

কুম্ভ— ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনি সাফল্য পেতে পারেন। পাশাপাশি গান-বাজনা পেশা হিসেবে বাছলেও সাফল্য পেতে পারেন।

1212

মীন— এরা অত্যন্ত আবেগপ্রবণ। তাই পশু চিকিৎসা বা পশু-পাখি যে কোনও শাখায় কাজ করতে পারেন। পাশাপাশি চিকিৎসক, থেরাপিস্ট, মানব অধিকার সংক্রান্ত কাজ ও মনোবিদ হিসেবেও জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos