২০২১ সালে সাড়ে সাতির যোগ, রাশি অনুযায়ী কোন সময়ে থাকবে প্রভাব জেনে নিন

Published : Dec 02, 2020, 12:34 PM ISTUpdated : Dec 09, 2020, 04:30 PM IST

জ্যোতিষশাস্ত্র মতে, সাড়ে সাতি জন্ম কুণ্ডলিতে তিনবার ফিরে আসে। প্রথমবার শিক্ষায় সমস্যা সৃষ্টি করে। দ্বিতীয়বার জীবিকা ও অর্থ সংকটের সমস্যার সৃষ্টি করে। আর তৃতীয় বার স্বাস্থ্য এবং গুরুজনদের মৃত্যু অবধি এনে দিতে পারে এই সাড়ে সাতি দশা। শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু জন্ম কোষ্ঠীতে তখনই পড়ে যখন কোষ্ঠী দুর্বল হয়। রাশিচক্রে শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। আর এই সাড়ে সাত বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির 'সাড়ে সাতি' বলা হয়। শনির সাড়ে সাতির প্রভাবের ফলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখিণ হতে হয়। তবে শনি সাড়ে সাতির প্রভাব পুরও সময় জুড়েই খারাপ ফল দেয় না। রাশি অনুয়ায়ী বিশেষ কিছু সময়েই শনির সাড়ে সাতি প্রভাবে সবচেয়ে বেশি খারাপ ফল দেয়। জেনে নেওয়া যাক সেই সময়গুলি।

PREV
112
২০২১ সালে সাড়ে সাতির যোগ, রাশি অনুযায়ী কোন সময়ে থাকবে প্রভাব জেনে নিন

মেষ রাশির জাতক-জাতিকাদের মাঝের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

212

বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
 

312

মিথুন রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।
 

412

কর্কট রাশির জাতক-জাতিকাদের মাঝের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

512

সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

612

কন্যা রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

712

তুলা রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

812

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

912

ধনু রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

1012


মকর রাশির জাতক-জাতিকাদের প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

1112


কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শেষের আড়াই বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

1212


মীন রাশির জাতক-জাতিকাদের শেষের পাঁচ বছর শনির সাড়ে সাতি দশায় সবচেয়ে খারাপ ফল দেয়।

click me!

Recommended Stories