দেশ জুড়ে পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী। শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষেই পালিত হয় গণেশের পুজো। শুক্লপক্ষে পালিত ব্রতকে বলে বিনায়ক চতুর্থী আর ক্ষয় প্রাপ্তির ব্রতকে বলে সংকষ্টী। তিনি অনুসারে আজ পালিত হচ্ছে সংকষ্টী চতুর্থী। সংকষ্টী চতুর্থী পালিত হবে ১৯ মে, বৃহস্পতিবার। তিথি পড়ছে ১৮ মে রাত ১১.৩৭ মিনিটে। আর তিথি ছাড়বে ১৯ মে রাত ৮.২৪ মিনিটে। আজ নিয়ম নিষ্ঠার সঙ্গে গণেশের পুজো করলে সব কাজে সফল হবেন। তবে, সিদ্ধিদাতার কৃপা দৃষ্টি পেতে শুধু তার আরাধনা করলেই হল না। সিদ্ধিদাতার কৃপা পেতে কয়টি টোটকা মেনে পুজো করুন। আর রইল বিশেষ কিছু টোটকার হদিশ। এতে সর্বক্ষেত্রে উন্নতি ঘটবে। সৌভাগ্য লাভ করবেন।