দশমী তিথি শুরু মানে মা-কে বিদায় জানানোর পালা। আবার গোটা বছরের অপেক্ষা। বাঙালির এই উৎসব ঘিরে থাকে আলাদা উন্মাদনা। প্রতি বছর এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন বাচ্চা থেকে বুড়ো সকলে। মায়ের আগমনে সকল দুঃখ ভুলে মেতে ওঠেন আনন্দে। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে সকলে পুজো করেন মা-কে। কদিনের আনন্দ শেষে আজ দশমীতে মা-কে বিদায় জানানোর পালা। এই দিন সকলকে জানান বিজয়া দশমীর শুভেচ্ছা। এমন বার্তা পাঠান যা মন কাড়বে সকলের। বন্ধু, সহকর্মী, আত্মীয় স্বজন সকলকে পাঠান এই বার্তা। আজ রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। জেনে নিন কেমন বার্তা পাঠাতে পারেন।