ঢাকের কাঠির মিষ্টি রেষ, পুজো এবার হল শেষ, নতুন আশার বাধি বুক, সবার ইচ্ছে পুরন হোক, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী। - প্রতি বছর দুর্গোৎসবের জন্য অপেক্ষায় থাকেন সকলে। পুজোর বহু আগে থেকে চলে প্রস্ততি। কিন্তু, নিমেষে যেন শেষ হয়ে যায় সেই আনন্দ। দেখতে দেখতে শেষ হল এবছরের উৎসব। এই শেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা।