সারা দেশ জুড়ে পুজিত হচ্ছে হনুমান। হিন্দু ধর্ম অনুসারে, এবছর ১৬ এপ্রিল হল হনুমান জয়ন্তী। আজ বজরংবলীর জন্ম তিথি। হিন্দুধর্মের শাস্ত্র মতে, শুক্লপক্ষে পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন বজরংবলী। শাস্ত্র মতে, শ্রীরামচন্দ্রের জন্মের ৬ দিন পর জন্ম নেন হনুমানজি। শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে পড়েছে হনুমান জয়ন্তী তিথি। পরের দিন সকাল ৮টা ৪০ মিনিট পর্যম্ত থাকবে এই তিথি। এই দিনে হস্ত নক্ষত্র সকাল ৮টা ৪০ পর্যন্ত রয়েছে। তারপর চিত্রা নক্ষত্র শুরু হবে।