জয় জগন্নাথ যার নাম, পুরী যার ধাম, আজ সেই দেবতাকে শুভ ও মঙ্গলময়ের জন্য প্রার্থনা করার বিশেষ দিন। শুভ রথযাত্রা। পাঠান এই বার্তা। প্রতি বছর নির্দিষ্ট নিয়ম পালনের পর পুরীতে রথের চাকা গড়ায়। পুরীর রাজা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাদেবীর রথের সামনে পুষ্পপ্রদান করেন। সুগন্ধী জল ছিটিয়ে সোনার ঝাড়ু রাস্তা পরিষ্কার করেন। তারপর পুরীর রথের দড়িতে টান পড়ে।